সারাদেশ যখন করোনার প্রভাবে প্রভাবিত তখন দুর্বল হয়ে পড়েছে সমস্ত প্রভাবশালী দেশের অর্থনীতিও। এমনকি আমেরিকাও ভুগছে বেকারত্বে, করোনার মোকাবিলা করতে গিয়ে দেশে বেকারত্ব বেড়েছে বলেই জানিয়েছেন আমেরিকান ট্রাম্প সরকার। শুধু দেশের অর্থনৈতিক দিকেই নয় এমনকি স্বাস্থ্য ও অ্যাডমিনিস্ট্রেটিভ পরিকাঠামো তো অনেক প্রভাব ফেলেছে এই ভাইরাস। নিজের দেশের সাধারন জনগনের কথা ভেবেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানানো হয়েছে । ওয়ার্ক এবং ইমিগ্র্যান্ট ভিসা র কাজ আরও তিন মাসের জন্য স্থগিত রাখা হল আপাতত। ন্যূনতম ৩১ শে মার্চ অব্দি অপেক্ষা করতেই হবে বিভিন্ন দেশের মানুষদের যারা আমেরিকার বিভিন্ন আইটি সেক্টর কোম্পানিতে কর্মরত ছিলেন এবং কভিদ পরিস্থিতিতে নিজের দেশে ফিরে আসতে বাধ্য হন।

তবে ট্রাম্পের সিদ্ধান্তে খুশি নন বিদেশীরা যারা আমেরিকান তথ্যপ্রযুক্তি কোম্পানি গুলিতে কর্মরত ছিলেন , এমনকি বিপাকে পড়েছেন অনেক ভারতীয়রাও ।শুধু তাই নয় বিশেষজ্ঞদের মতে কর্মী সংকটে ভুগছে অনেক কোম্পানি ও ।তবে এই মুহূর্তে অপেক্ষা করা ছাড়া কিছুই নেই এই সমস্ত মানুষের হাতে।