Read Time:1 Minute, 9 Second
শনিবার উত্তরপ্রদেশের গাজিয়াবাদে জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের অধীনে একটি কোভিড ১৯ হাসপাতালের উদ্বোধনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডক্টর হর্ষ বর্ধন জানান, দেশের একটি কোভিড ১৯ ভ্যাকসিন এই মুহূর্তে তৃতীয় পর্যায়ের ট্রায়ালে রয়েছে। তাঁরা আশা রাখেন যে এই বছরের শেষেই নাকি সেই ভ্যাকসিন তৈরি হয়ে যাবে। অর্থাৎ এ-বছরেই আমরা ভারতীয় ভ্যাকসিন পাতে পারি বলেই দাবি তাঁর।পাশাপাশি ভারতে করোনায় বাড়ছে সুস্থতার হার, কমেছে মৃত্যুহার, যা বিশ্বে সবথেকে কম আর এটাই প্রমাণ করে ভারতের স্বাস্থ্য পরিষেবা কতটা উন্নত এবং করোনার বিরুদ্ধে যে লড়াই চলছে তাতে আমাদের দেশ সঠিক পথে এগোচ্ছে বলেও জানান তিনি ।
