National Herald case: রাহুল গান্ধীকে তলব, ইডি দপ্তরে কংগ্রেসের বিক্ষোভ । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:1 Minute, 38 Second

অ্যাসোসিয়েট জার্নালস লিমলিমিটেডের সংবাদপত্র ‘ন্যাশনাল হেরাল্ড’ রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর মালিকানাধীন ‘ইয়ং ইন্ডিয়ান প্রাইভেট লিমিটেড’ নামের একটি কোম্পানি 2011 সালে অধিগ্রহণ করে। অ্যাসোসিয়েট জার্নালস লিমলিমিটেডের কোটি কোটি টাকার সম্পত্তি মাত্র ঘুরপথে 50 লক্ষ টাকায় অধিগ্রহণ করা হয়েছিল। 2012 সালে এই অভিযোগ সামনে এলেও 2014 সাল থেকে ইডি এই তদন্ত শুরু করে। 2015 সালে রাহুল গান্ধী এই মামলায় আগাম জামিন পান। এরপর নতুন করে সোমবার রাহুল গান্ধীকে ইডি তলব করেছিল। রাহুল গান্ধীকে তলব করায় দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছিল কংগ্রেস নেতৃত্ব। সেইমতো কে বেনুগোপাল, হরিশ রাওয়াত সহ বিভিন্ন নেতারা ইডিরদপ্তরের সামনে বিক্ষোভ দেখাতে চালু করেন। অধীর চৌধুরী, রনদীপ সুরেজওয়ালা সহ বিভিন্ন নেতারা কংগ্রেস দপ্তরের সামনে বিক্ষোভ দেখায়। এরপর পুলিশ বিক্ষোভকারীদের আটক করে। ইডি ও কংগ্রেস দপ্তরের কাছে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সুখবর! রাজ্যে বাড়ল গরমের ছুটির মেয়াদ । এম ভারত নিউজ

গ্রীষ্মের তীব্র দাবদাহে হাাসফাঁস দশা রাজ্যবাসীর। অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। করোনাকালে অনেকদিন ধরে বন্ধ ছিল স্কুল তারপরও গ্রীষ্মের প্রচন্ড দাবদাহের জন্য ছুটি এগিয়ে আনা হয়েছিল। রবিবার তীব্র গরমে পানিহাটি দন্ড মহোৎসবে অসুস্থ হয়ে মারা যান 5 জন ব্যক্তি। এইভাবে চারদিকে গরমে অসুস্থতার খবর পেয়ে মুখ্যমন্ত্রী ছাত্রদের কথা চিন্তা করে গরমের […]

Subscribe US Now

error: Content Protected