একটি বিস্ফোরক প্রেস বিবৃতি – পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়ার কারণ হল বাইরের কারও আনাগোনা আটকানো । কারণ, ওই মাঠের একটি নির্দিষ্ট অংশে নাকি নিষিদ্ধ কিছু কাজকর্ম হয় । সেখান থেকে পাওয়া গিয়েছে মদের বোতল, ব্যবহার করা কন্ডোম শুধু তাই নয় পৌষ মেলার একটি অংশ নাকি যৌনক্রিয়ার মৃগয়া ক্ষেত্রে পরিণত হয়েছে বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার তথা জনসংযোগ আধিকারিক । একইসঙ্গে বিশ্বভারতী কর্তৃপক্ষের অভিযোগ, রাত আটটার সময় মাঠ বন্ধ হয়ে যাওয়ার পরও গভীর রাত পর্যন্ত চলে নেশার ঠেক, চলে গাঁজার মতো নিষিদ্ধ নেশাও ।
পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে ঘিরে বিশ্বভারতী যখন তোলপাড় হচ্ছে ঠিক সেই সময়েই ১৯ আগষ্ট এই বিবৃতি সামনে আসে । এর আগে সংবাদ মাধ্যমকে কেন এই বিবৃতি দেওয়া হয়নি সেটাই প্রশ্ন, হঠাৎ এক সূত্র মারফত এই তথ্য সামনে আসে । যদিও এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী কারও কোনও বক্তব্য পাওয়া যায়নি।