সিআরপিএফের স্পেশাল ট্রেনে বিস্ফোরণ, আহত ৪ । এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 3 Second

ভয়াবহ বিস্ফোরণ ঘটে সিআরপিএফের স্পেশাল ট্রেনে। জানা যাচ্ছে, আজ সকালেই ছত্রিশগড়ের রায়পুর রেলস্টেশন চত্বরে এই ভয়াবহ বিস্ফোরণটি ঘটে। মূলত একটি ডেটনেটরের স্থানান্তরকরনের সময়ে এই বিস্ফোরণ ঘটে বলে জানা যাচ্ছে। ঘটনাস্থলেই আহত হন সিআরপিএফের ৪ জন কর্মী। আজ সকাল ৬:৩০ নাগাদ এই ঘটনাটি ঘটে । সেই সময়ে সিআরপিএফের ১২২ ব্যাটেলিয়ানের কর্মীরা জম্মুর উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। আর তখনই ভয়াবহভাবে বিস্ফোরণ ঘটে বলেই জানিয়েছেন রেল কর্তৃপক্ষ।

প্রসঙ্গত উল্লেখ্য, বিস্ফোরণের বিষয়ে প্রাথমিক রিপোর্টে প্রকাশ করা তথ্য থেকে জানা গিয়েছে ইগনাইটর সেট সম্বলিত একটি বাক্স হঠাৎই মাটিতে পড়ে যাওয়ার ফলে এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে আহত সমস্ত সিআরপিএফ জওয়ানদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় হেড কনস্টেবল বিকাশ চৌহান গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। মূলত এই বাক্সটি মাটিতে পড়ে যাওয়ার আগে পর্যন্ত তাঁর হাতেই ছিল বলেই জানা গিয়েছে সেনাবাহিনীর তরফে। পাশেই দাঁড়িয়ে থাকা আরও ৩ জন সেনা কর্মী আঘাত পেলেও তা অপেক্ষাকৃত কম । প্রাথমিক চিকিৎসার পরে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় প্রত্যেককে। ইতিমধ্যেই জম্মু-কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছে ট্রেনটি। এছাড়া স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে ঘটনাস্থলে তদন্ত শুরু করা হয়েছে বলেই জানা যাচ্ছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের ভ্যাকসিন রপ্তানি করতে চলেছে ভারতের। এম ভারত নিউজ

অবশেষে ভ্যাকসিন রপ্তানির সিদ্ধান্ত নিল ভারত। ইতিমধ্যেই মোদির এই সিদ্ধান্তকে সাদর আহ্বান জানিয়েছেন মার্কিন উপ বিদেশমন্ত্রী ওয়েন্ডি শেরম্যান। প্রসঙ্গত উল্লেখ্য, গত কালই মার্কিন উপ বিদেশমন্ত্রী বিশ্বব্যাপী সমস্ত দেশ গুলির মধ্যে ভারতের ভূমিকা উল্লেখ করেন। সেখানেই ভ্যাকসিন উৎপাদনকারী দেশ গুলির মধ্যে বিশ্বব্যাপী ভ্যাকসিন সরবরাহের ক্ষেত্রে ভারত ঠিক কতটা গুরুত্বপূর্ণ অবদান রেখেছে […]

Subscribe US Now

error: Content Protected