৭৫ তম স্বাধীনতা দিবসের অমৃত মহোৎসব পালন করে যখন সারা ভারতবাসী আনন্দে ঘুমোচ্ছে, সেই সময় ১৬ই আগস্ট রাত্রি দু’টোর সময় ভারতীয় ফুটবলকে নির্বাসন থাকার কথা ঘোষনা করে ফিফা। ফিফার নিয়ম অনুযায়ী কোনও দেশের ফুটবলে সেই দেশের ফুটবল অ্যাসোসিয়েশন ছাড়া অন্য কোন তৃতীয় পক্ষ ফুটবলের দায়িত্ব নিতে পারে না। কিন্তু প্রফুল্ল প্যাটেলকে সুপ্রিম কোর্ট AIFA এর প্রেসিডেন্ট থেকে সরানোর পর ভারতীয় ফুটবলের দায়িত্ব নেওয়ার জন্য একটি কমিটি গঠন করে যার নাম দেওয়া হয় COA(কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেশন)। এরপরই ভারতীয় ফুটবলকে সাসপেন্ড করে ফিফা। এই বছর ভারতের মাটিতে অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ, সাসপেনশনের খাড়া না উঠলে ভারতে এই বিশ্বকাপ হওয়াও সম্ভব নয়। এবার ফিফার নির্দেশ মেনে সোমবার COAকে বাতিল করলো সুপ্রিম কোর্ট। আগামী ২৮ আগস্ট AIFA নির্বাচন হওয়ার কথা ছিল, সেই নির্বাচনকেও আরও এক সপ্তাহ বাড়িয়ে দেয় সুপ্রিম কোর্ট। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ৩৬টি রাজ্যের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা নির্বাচনে উপস্থিত থাকবেন, সুপ্রিম কোর্টের নিযুক্ত রিটার্নিং অফিসারদের তত্ত্বাবধানেই নির্বাচন হবে। ফেডারেশনের কমিটিতে মোট ২৩ জন সদস্য থাকবেন তার মধ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জিতে আসবেন ১৭ জন সদস্য। ইতিমধ্যে ফিফার নির্দেশের পর ভারতীয় ফুটবল দলের দু’টি আন্তর্জাতিক ম্যাচ বাতিল হয়েছে। তাই এই মুহূর্তে সুপ্রিম কোর্ট ও দেশের কেন্দ্র সরকার চাইছে খুব তাড়াতাড়ি ফিফার সাসপেনশন ভারতীয় ফুটবল দলের উপর থেকে তোলার।
ভারতীয় ফুটবলকে বাঁচাতে COA-কে বাতিল করল কোর্ট । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 30 Second