রাজ্যের সমস্ত বিশ্ববিদ্যালয় গুলির আচার্য হলেন রাজ্যপাল। রাজ্য সরকারের অভিযোগ রাজ্যের পাঠানো বিলগুলি রাজ্যপাল স্বাক্ষর না করায় প্রশাসনিক ভাবে প্রচুর অসুবিধার সম্মুখীন য় তাদের তাই তারা এই সিদ্ধান্ত নিচ্ছে যে এবার সেই আচার্য পদেই বসবেন খোদ মুখ্যমন্ত্রী। 27 ই এপ্রিল 2007-এ তৈরি পুঞ্চিত কমিশনের রিপোর্ট অনুযায়ী রাজ্যের সরকার চাইলে রাজ্যর বিশ্ববিদ্যালয়গুলির আচার্য রাজ্য নিজের মতন কাউকে নিয়োগ করতে পারে। সেই বিল কে মানদণ্ড হিসাবে রেখেই মুখ্যমন্ত্রীকে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে আনার বিল বিধানসভায় পাস হয়। বিধানসভায় বিলের পক্ষে 182 ও বিপক্ষে 40 ভোট পড়ে বিলটি পাস হয়। বিধানসভায় ঐদিন বিজেপির বিধায়ক 57 জন থাকলেও বিপক্ষে 40 টি ভোট পড়েছে কিভাবে এই প্রশ্ন তুলে বলেন বিল পাশে কারচুপি করেছে রাজ্য সরকার। কিন্তু এখন এদিকে একটাই জিনিস দেখার রাজ্যপাল এই বিলে স্বাক্ষর করেন কিনা। তাই বিধানসভায় বিল পাস হলেও এখনোই বিশ্ববিদ্যালয়গুলির আচার্য পদে বসতে পারছেন না মুখ্যমন্ত্রী।
রাজ্য বিশ্ববিদ্যালয়ের আচার্য মুখ্যমন্ত্রী ? বিল পাস বিধানসভায় । এম ভারত নিউজ
Read Time:1 Minute, 48 Second