Read Time:1 Minute, 6 Second
সাড়ে ২৬ মিনিটেই শেষ হয়ে গেল রেড রোডে মমতা সরকারের স্বাধীনতা দিবস উদযাপন। কেন্দ্রীয় সরকারের তরফে কয়েক দিন আগেই রাজ্যগুলিকে গাইডলাইন পাঠিয়ে বলা হয়েছিল, যতটা সম্বব সংক্ষেপে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালন করতে হবে। কোভিড পরিস্থিতির কারণে আগেই নবান্ন থেকে বলা হয়েছিল, অনুষ্ঠান হবে একেবারেই অনাড়ম্বর এবং সংক্ষিপ্ত।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রেড রোডে পৌঁছে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি ও পুলিশ মেমোরিয়াল ফলকে মাল্যদান করে, পায়রা উড়িয়ে শান্তির বার্তা দেন রাজ্যের তরফে। ২৫ জন কোভিড যোদ্ধার হাতে স্মারক স্মমান তুলে তাঁদের প্রতি সম্মান জানান মুখ্যমন্ত্রী।
