করোনার ধাক্কায় বেসামাল গোটা দেশ। প্রতিদিন হুহু করে বেড়ে চলেছে আক্রান্তের সংখ্যা। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মিলছেনা হাসপাতালের বেড থেকে অক্সিজেন, কোনো কিছুই। এই সময় দাঁড়িয়ে দেশের প্রথম সারির কলেজ এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলির বিভিন্ন ডায়াগনস্টিক প্রোডাক্ট, ভেন্টিলেটর সহ আরো নতুন প্রযুক্তি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে জোরকদমে । সম্প্রতি আইআইটি খড়্গপুর একটি নতুন প্রডাক্ট তৈরি করেছে যার পোশাকি নাম COVIRAP। এই প্রোডাক্টটির সাহায্যে খুব অল্প সময়েই করোনা সহ অনেকগুলি সংক্রামক ব্যাধির পরীক্ষা করা যাবে বলেই জানে জানা যাচ্ছে। আইআইটি খড়্গপুর সূত্রের জানানো হয়েছে, মাত্র ৪৫ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষা করতে পারবে COVIRAP । বাজারে এই মুহূর্তে যে সমস্ত করোনা পরীক্ষার সরঞ্জাম রয়েছে তার মধ্যে COVIRAP ই সবচেয়ে দ্রুততার সাথে পরীক্ষা করতে সক্ষম। গত বুধবার এই COVIRAP লঞ্চ করেছে খড়্গপুর আইআইটি। খুব শীঘ্রই র্যাপিড টেস্ট কিট প্রস্তুতকারক কোম্পানি গুলি লাইসেন্স পেয়ে যাবে COVIRAPএর। মহামারী পরিস্থিতিতে দাঁড়িয়ে অত্যন্ত সহায়ক এই প্রোডাক্ট তৈরি করেছেন প্রফেসর সুমন চক্রবর্তী ডক্টর অনির্বান মন্ডল এবং তাঁদের দল।
ইতিমধ্যেই Bramerton Holdings-এর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করা হয়েছে কলেজের তরফে। এই সংস্থা COVIRAP প্রযুক্তিকে ভারতের বাইরে বিভিন্ন দেশে পৌঁছে দেওয়ার কাজ করবে। Covid-19 তো বটেই, এমনকি যক্ষ্মার মতোও দুরারোগ্য ব্যধির পরীক্ষা খুব অল্প সময়ের মধ্যেই করতে পারবে এই ডিভাইস। অন্য রোগ গুলির ব্যাপারে বিস্তারিত জানা না গেলেও করোনার পরীক্ষা এবং তার রিপোর্ট 45 মিনিটেই দিয়ে দেবে অত্যাধুনিক এই প্রযুক্তি। কী ভাবে এই COVIRAP করোনার টেস্ট করবে, সে বিষয়েও কোনও তথ্য এখনও পর্যন্ত জানায়নি আইআইটি খড়্গপুর। তবে, একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, সোয়্যাব টেস্ট ছাড়াও আরও এক কার্যকরী পদ্ধতির সাহায্যে করোনার টেস্ট করবে COVIRAP। COVIRAP প্রযুক্তি ছাড়াও একটি স্মার্টফোন অ্যাপও নিয়ে এসেছে খড়্গপুর আইআইটি। এই অ্যাপের সাহায্যে COVIRAP থেকে যে কোনও রোগের টেস্টের ফলাফলে ব্যখ্যা খুব সহজ ভাষায় মানুষকে বুঝিয়ে দেওয়া সম্ভব হবে বলেই দাবী তাঁদের।