সামনে বিধানসভা ভোটকে কেন্দ্র করে দল বদলের খেলা শুরু হয়েছিল। তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং পরবর্তীতে যোগদান করেছিলেন বিজেপিতে। বিজেপি সরকারের তরফ থেকে সাদর সম্ভাষণে বরণ করে নেওয়া হয়েছিল এই নব নেতাকে। শুভেন্দু অধিকারীকে ক্যাবিনেট মন্ত্রীর পদমর্যাদা দিয়ে, জুট কর্পোরেশনের চেয়ারম্যান করেছিল কেন্দ্রীয় সরকার । কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ইচ্ছাতেই শুভেন্দু ওই পদ পেয়েছিলেন ।
এই পদের মেয়াদ ছিল আগামী তিন বছর পর্যন্ত, তবে হঠাৎ করেই ইস্তফা দিলেন এই পদ থেকে। বিজেপি সরকারের তরফ থেকে প্রার্থী হওয়ার কথা ঘোষণা না করলেও পুরনো কেন্দ্র থেকে প্রার্থী হিসেবে দাঁড়াতে চলেছেন শুভেন্দু ,এমনটাই খবর পাওয়া গেছিল ।ভোটে দাঁড়াতে গেলে সমস্ত সরকারি পদ থেকে ইস্তফা দিতে হয় বলেই জানা যাচ্ছে সম্ভবত সেই কারণেই তরি ঘড়ি ইস্তফা দিলেন শুভেন্দু।
ওদিকে তথ্য অনুসারে আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ। সুতরাং আগামী দিনে বিধানসভা নির্বাচনে লড়ার জন্য এমপি পদ থেকে ইস্তফা দিতে চলেছেন দিলীপ ঘোষ, তাহলে কি সেই শূন্যপদে বসতে চলেছেন শুভেন্দু অধিকারী! প্রশ্ন থাকছে সাধারণ মানুষের ।