Read Time:1 Minute, 12 Second
ছাঁটাই হলেন এয়ার ইন্ডিয়ার ৪৮ জন পাইলট। স্বাধীনতা দিবসের আগে গতকাল অর্থাৎ ১৪ অগস্ট শুক্রবার রাতে এয়ার ইন্ডিয়ার তরফে ফরমান জারি করে ওই ৪৮ জনকে তৎক্ষণাৎ চাকরি থেকে বরখাস্ত করা হয়। হঠাৎই এই সিদ্ধান্ত নেয় এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে অর্থনৈতিক অবস্থার অবনতি এবং করোনা আবহে সমস্যা বেড়ে যাওয়াতেই এই সিদ্ধান্ত । এঁদের প্রত্যেকেই গতবছর পদত্যাগ পত্র জমা দিয়েছিলেন কিন্তু পরে ইস্তফাপত্র প্রত্যাহার করে নিয়ে কাজে যোগ দেন তাঁরা। যাঁদের ছাঁটাই করা হয়েছে তাঁদের মধ্যে অনেকেই গতকাল পর্যন্ত ‘বন্দে ভারত’ মিশনের প্লেন উড়িয়েছেন। এমনকি যখন এই সিদ্ধান্ত নেওয়া হয় তখন কেউ কেউ প্লেনের ককপিটে বসেছিলেন । কেউ বা বিমান নিয়ে মাঝ আকাশে ডিউটি করছিলেন ।
