বেশ কয়েকদিন ধরেই বীরভূমের বিধায়ক শতাব্দি রায় তার ফেসবুক পেজের একটি পোষ্টের মাধ্যমে বেশ একটি চর্চিত বিষয় হয়ে উঠেছিলেন রাজনৈতিক মহলে । ওই পোস্টের মাধ্যমে নানান ক্ষোভ উগরে দিয়েছিলেন তৃণমূলের এই বিধায়ক। দলের সাথে যুক্ত থাকবেন কিনা এই বিষয়ে দ্বিধা প্রকাশ করেছিলেন তিনি। এমনকি দিল্লিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে বৈঠকের পর এই সিদ্ধান্ত বাতিল করেন তিনি। আজি সংগঠনের পুনর্বিন্যাস করলেন তৃণমূল সরকার । শতাব্দী রায় কে দেয়া হলো নতুন দায়িত্ব পুর্ন পদ, করা হলো রাজ্য সহ-সভাপতি।
শুধু শতাব্দীর উপরেই নয়, পাশাপাশি আস্থা রাখলেন অপূর্ব মুখোপাধ্যায় এর ওপর। পশ্চিম বর্ধমানের জেলা সভাপতির পদে বসানো হবে । ঠিক এক মাস আগেই দলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দিয়েছিলেন , বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির পদ ছেড়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি আর তা ঠিক এক মাস পরে ওই পদে বসানো হলো অপূর্ব মুখোপাধ্যায়কে। যদিও সে ক্ষেত্রে জিতেন্দ্র তিওয়ারি বলেছেন অপূর্ব অনেক পুরনো দিনের নেতা আশা করা যায় তাঁর আমলে ভালো কাজ হবেই সুতরাং এই জেলার নটি আসনিই দিদিকে হাসিমুখে উপহার দিতে পারবেন তাঁরা বলেই আশ্বাস রাখছেন তিনি।