বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলায় পঞ্চাশ বছর টিকে থাকার হুঙ্কার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। দুদিনের বঙ্গ সফরের শেষ দিনে ইজেডসিসিতে সাংগঠনিক বৈঠক সারেন তিনি।
দলীয় নেতৃত্বের সঙ্গে বৈঠকে তিনি বলে দিলেন, ‘এ বারের ভোটে রিগিং, সন্ত্রাস হবে না। এর গ্যারান্টি আমি নিচ্ছি।’ কর্মীদের উদ্বুদ্ধ করতেই তিনি বলেন, ‘এই পাঁচ মাস পরিশ্রম করুন, পঞ্চাশ বছর রাজ করবে।` বৃহস্পতিবারও বাঁকুড়া থেকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন অমিত শাহ। এদিন অমিত শাহ দলের নেতাদের বলেন, ‘মুখ্যমন্ত্রীর মুখ নিয়ে আপনাদের ভাবতে হবে না। নিজেদের কাজ করে যান। তৃণমূলের ব্যর্থতার থেকেও বেশি প্রচারে আনুন নরেন্দ্র মোদীর সাফল্যের কথা।’ যদিও অমিতের বঙ্গ-সফরকে কটাক্ষ করে তৃণমূল নেতা ফিরহাদ হাকিম বলেন, ‘বিজেপি-শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। সে সব ঢাকতে উনি এ রাজ্যে এসেছেন।’ শাহের সফরকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা সৌগত রায়। সেইসঙ্গে শাহের কাছে তাঁর প্রশ্ন ‘সোনার উত্তরপ্রদেশ গড়ছেন না কেন?’।