Read Time:52 Second
বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে
বিক্ষোভে সামিল পৌরসভার কর্মীরা। শুক্রবার পূর্ব মেদিনীপুরের এগরা পৌরসভার সমস্ত কর্মীরা বিক্ষোভ দেখায়। বেতন বৃদ্ধি, পৌরসভার স্বাস্থ্যকর্মীদের পাওনা টাকা প্রদান সহ ৮ দফা দাবি তুলে ধরেন তাঁরা। দাবি মানা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছে পৌরসভার কর্মীরা। অভিযোগ, গত পাঁচ বছর ধরে পৌর প্রধানকে বিষয়টি জানানো হলেও কোনও কাজ হয়নি। দীর্ঘক্ষণ ধরে বিক্ষোভ চলার পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে বিক্ষোভ উঠে যায়।
