নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর: ফের রক্তাক্ত হল পূর্ব মেদিনীপুর। এবার পায়রাকে দেওয়া গম প্রতিবেশীর পোষা মুরগী খেয়ে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে মুরগির মালিকের কান কেটে নিল পায়রা মালিক।
এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার নোনাঘোষপুর গ্রামে। পায়রা মালিক জয়কৃষ্ণ ঘোড়ই বহুদিন ধরে পোষা পায়রাকে এদিন গম খাওয়ার দিয়েছিল। ওই পায়রাকে দেওয়া খাদ্য ওই ব্যক্তির প্রতিবেশী মানিক ঢলের পোষা মুরগী খেয়ে ফেলে। আর সেই কথা জানতে পেরে জয়কৃষ্ণ ঘোড়ই-সহ তাঁর ছেলে লালচাঁদ ঘোড়ই জানতে পেরে মানিক ঢলের সাথে কথা কাটাকাটি শুরু করে। তাঁরই মধ্যে লালচাঁদ বাড়ির ভেতর থেকে ধারালো অস্ত্র বের করে নিয়ে এসে মুরগী মালিক মানিক ঢলের ওপর হামলা করে তাঁর কানের অর্ধেক অংশ কেটে ফেলে দেয় বলে অভিযোগ। রক্তাক্ত অবস্থায় আহত ব্যক্তিকে স্থানীয় ভগবানপুর হাসপাতালে চিকিৎসা করিয়ে বাড়ি নিয়ে যায় পরিবারের লোকজন। লালচাঁদ যখন ধারালো অস্ত্র নিয়ে মানিক ঢলের ওপর আক্রমণ করতে যায় সেই সময় তাঁকে বাঁচাতে মানিক ঢলের স্ত্রী সরস্বতী ঢল ও তাঁর ছেলে গুরুপদ ঢল বাধা দিলে তাঁদেরকেও ব্যাপক মারধর করা হয় বলে জানা যাচ্ছে।
রাতের দিকে থানায় লিখিত অভিযোগ জমা দেয় আহত ব্যক্তির পরিবার। কাটা কান হাতে নিয়ে থানায় আসে আহত ব্যক্তির স্ত্রী সরস্বতী ঢল। ভগবানপুর থানার পুলিশের তরফে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিয়ে দোষীদের গ্রেপ্তার করার আশ্বাস দেওয়া হয় মানিক ঢলের পরিবারকে। অন্যদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যথেষ্ট শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। এখন পুলিশ কতদিনে এই ঘটনার তদন্তকার্য শেষ করে দোষীদের গ্রেপ্তার করতে পারে, সেটাই দেখার।