ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন বছর ৩২ এর এক ব্যক্তি। জানা যাচ্ছে উল্টোডাঙার মুচিবাজার এলাকার গোল্ডেন স্টার ক্লাবের কয়েকজন সদস্য মিলে ঘূর্ণিঝড় বিধ্বস্ত মানুষদের পাশে দাঁড়াতে রওনা হয়েছিলেন সুন্দরবনের উদ্দেশ্যে। জানা যাচ্ছে সেই সময় হঠাৎ করে রাস্তার মাঝে উল্টে যায় গাড়িটি। ফলে বেকায়দা ভাবে গাড়ির সবার নিচে পড়ার কারনেই মৃত্যু হয় বছর ৩২ লোকনাথ নামে এক যুবকের তাছাড়াও আহত হন ১৫ জন এবং গুরুতরভাবে আহত হওয়ার কারণে সংকটজনক পরিস্থিতিতে হাসপাতালে ভর্তি করা হয়েছে একজনকে ।

জানা যাচ্ছে ইয়াস পরবর্তী পরিস্থিতিতে সুন্দরবনের মানুষের পাশে দাঁড়াতেই খুব ভোরেই রওনা হয়েছিলেন উল্টোডাঙা মুচিবাজার এলাকার গোল্ডেন স্টার ক্লাবের সদস্যরা। মোট তিনটি গাড়িতে করে খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় জামা কাপড় নিয়ে সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাঁরা। বাসন্তী হাইওয়ে দিয়ে যাচ্ছিলেন তাঁরা। সেখানেই ঘটকপুকুরের কাছে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে গাড়িটি। জানা যাচ্ছে এই দুর্ঘটনায় মৃত লোকনাথ নামের ওই ব্যক্তির মাত্র দু’বছর আগেই বিয়ে হয়েছে পাশাপাশি রয়েছে ৬ মাসের একটি সন্তান। এই ঘটনার জেরে ইতিমধ্যেই শোকের ছায়া নেমে এসেছে পরিবারের। করোনা আবহের মাঝেই পরিবার হারাল তাঁদের এক প্রিয়জনকে ওদিকে ক্লাব কর্তৃপক্ষ হারালেন অমূল্য রত্নকে। ইতিমধ্যেই আহতদের বাঙ্গুর ,রুবি এবং আরজিকর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।