সারদা কান্ডের মুল অভিযুক্ত সুদীপ্ত সেনের মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীকে লেখা চিঠি নিয়ে মুখ খুললেন বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ । আজ রবিবার পূর্ব মেদিনীপুর জেলার সমুদ্র সৈকত দীঘা এলাকায় চায় পে চর্চা কর্মসূচীতে এই প্রসঙ্গে মন্তব্য করেন তিনি । বেশ কয়েক বছর ধরেই জেলে রয়েছেন সারদা কান্ডের মুল অভিযুক্ত সুদীপ্ত সেন । জেল থেকেই তিনি সরকারের উদ্দেশ্যে চিঠি লেখেন যেখানে বেশ কয়েকজন প্রভাব শালী নেতার নাম উল্লেখ করা হয়েছে ।

এই চিঠিকে কেন্দ্র করেই উত্তপ্ত রাজনোইতিক মহল । চলছে নানা জল্পনা । কেন তিনি আচমকাই চিঠি লিখলেন, কেনই বা তাবড় তাবর নেতাদের নাম করা হল সেই চিঠিতে । এই ধরনের নানা প্রশ্ন বার বার উঠে আসছে রাজনৈতিক মহলের সামনে । সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন দিলীপবাবু । তিনি জানিয়ে দিলেন সুদীপ্তবাবু কেন চিঠি লিখেছেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যাপার, সিবিআই তদন্ত করছে, যদি কারও নাম থাকে চিঠিতে প্রয়োজন হলে সিবিআই তলব করবে । পাশাপাশি বিজেপিতে যোগদান করা নিয়ে তিনি বলেন, দরজা সবার জন্যে খোলা আছে, কেউ চাইলে অবশ্যই আস্তে পারেন ।