মার্কিন মহাকাশ সংস্থা অর্থাৎ নাসার তরফ থেকে মঙ্গলে পাঠানো পারসিভিরেন্স গতকাল মধ্যরাত্রে মঙ্গলের মাটি ছুঁয়েছিল। এই অভিযানটি ছিল ২০২০ সালের নাসার সবথেকে বড় মিশন। নাসার এই মিশনে সেই কাজ সফল ভাবে করার পিছনে হাত রইল এক ভারতীয়-আমেরিকান নারী ড. স্বাতী মোহনের। যিনি জন্মসূত্রে ভারতীয় তাই আজ নাসার স্পেস মিশনে তাঁর হাত ধরেই ভারতের নামও ঐতিহাসিক এই অধ্যায়ে শামিল হল।

তবে পৃথিবীর যে কোন স্পেস সেন্টারের তরফ থেকে যে মিশনই পাঠানো হোক না কেন তার সবথেকে কঠিন ধাপটি হলো সেই গ্রহের মাটিতে সঠিকভাবে অবতরণ করা। তবে মঙ্গলেরক্ষেত্রে এটি আরও বেশী কঠিন কাজ ছিল বলেই মনে করছেন বৈজ্ঞানিক মহল ,কারণ মঙ্গলে সমতলের থেকে পার্বত্য অঞ্চলের আধিক্যই দেখা গেছে।
গতকাল মধ্যরাত্রে যখন মঙ্গলের মাটিতে অবতরণ করে এই রোভার, তখন নাসার সমস্ত বৈজ্ঞানিকরাই আনন্দে আত্মহারা হয়ে যায়। কিন্তু স্বাতী মোহন তখনও নিজের দলের সঙ্গে এক ভাবে এই মিশনের দায়িত্ব সামলে যাচ্ছিলেন। তবে এই মিশনে সফলতার সঙ্গে সঙ্গে
মঙ্গলে প্রাণের সন্ধানের আশা আরও এক ধাপ বেড়ে গেল।