নিজস্ব প্রতিনিধি, বীরভূম : পর্যাপ্ত পরিমাণে জল না মেলায় পথ অবরোধ বীরভূমে । মল্লারপুর সাঁইথিয়া রাস্তার উপর নান্দরা বটতলা চারমাথা মোড়ে পথ অবরোধ করেন গ্রামবাসীরা । বীরভূমের ময়ূরেশ্বর ১ নম্বর ব্লকের গদাধরপুর, পাথাই, নান্দোরা, পারুলিয়া , গাজিপুর , শ্যামগঞ্জ , গোরোলা সহ আশেপাশের প্রায় ২০ টি গ্রামের ধান চাষ হয় ক্যানেলের জলের মাধ্যমে ৷ কিন্তু এবছরে পর্যাপ্ত পরিমাণে জল না মেলায় যথেষ্ট অসুবিধেয় পড়েছেন গ্রামবাসীরা । অবরোধকারীদের দাবী, তাঁদের যথেষ্ট পরিমাণে সেচের জল দিতে হবে । যদিও এখনও পর্যন্ত সেচ দপ্তরের তরফ থেকে কিছু জানান হয়নি ।
কয়েকদিন আগেই কৃষি বিক্ষোভ চলা কালীন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে বলা হয়েছিল, এই রাজ্যে কৃষকরা খুশি আছেন । তবে এখন এই ছবি কেন সামনে আসছে সেটাই প্রশ্ন । ধান চাষ করতে প্রচুর পরিমাণে জল লাগে তবে সেই জল না মিললে চাষ করা কোন ভাবেই সম্ভব নয় এমনটাই জানিয়েছেন কৃষকরা । তাঁরা এও বলেন, তাঁদের দাবী না মানা হলে তাঁরা এই আন্দোলন চালিয়ে যাবেন ।