২০১৬ বিধানসভা নির্বাচনে কম্পানি এসেছিল ৭২০ টি, তবে এবার প্রথম দফা নির্বাচনে সংখ্যা পার করে যাবে নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে এবার প্রথম দফা নির্বাচনে একসঙ্গে ত্রিশটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন হতে চলেছে তাই সে ক্ষেত্রে কম্পানি সংখ্যা বাড়াতে হবে বলেই মনে করছেন তাঁরা। যদিও প্রথম দফাতেই জঙ্গলমহলের বেশিরভাগ অংশই ভোট হবে। পঞ্চম দফাতে সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী চাইছে নির্বাচন কমিশন। এই দফাতে ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায় নির্বাচন কমিশন।
2021 বিধানসভা নির্বাচনে নির্বাচন কমিশনের তরফ থেকে ধার্য তালিকা অনুযায়ী কোন দফায় কত নিরাপত্তা বাহিনীর প্রয়োজন তার তালিকা নিম্নরূপ:
প্রথম দফায় নির্বাচন কমিশন চাইছে ৭৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
দ্বিতীয় দফায় নির্বাচন কমিশন চাইছে ৬৯৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
তৃতীয় দফায় নির্বাচন কমিশন কমিশন ৬৯৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে।
চতুর্থ দফায় ৮৯৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।
পঞ্চম দফায় ৯৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে।
ষষ্ঠ দফায় সংখ্যা বদলে ৯৩২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।
সপ্তম দফায় সংখ্যা কমে ৭৬০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।
অষ্টম দফায় ৭১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চাইছে কমিশন।
২০২১ বিধানসভা নির্বাচনে রাজ্য এবং কেন্দ্রশাসিত বাহিনীর মধ্যে হাড্ডাহাড্ডি হবে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা সেক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা দিতে চাইছেন নির্বাচন কমিশন ।