
বিএআরসি-র অভিযোগের ভিত্তিতে মুম্বাই পুলিশ ‘টিআরপি কেলেঙ্কারী’ নিয়ে তদন্ত শুরু করে । তদন্তে দেখা গেছে যে রেটিং এজেন্সি ‘হানসা রিসার্চ’ নামে একটি সংস্থার মাধ্যমে মুম্বাইয়ের ২ হাজার বাড়িতে বিশেষ টিআরপি ব্যারোমিটার স্থাপন করা হয়েছে এবং কয়েকটি পরিবারকে বিশেষভাবে ওই নির্দিষ্ট চ্যানেল চালিয়ে রাখার জন্য ঘুসও দেওয়া হয় । মুম্বাই পুলিশ সূত্রের খবর, ‘রিপাবলিক টিভি’ ছাড়াও আরও দুটি লোকাল চ্যানেল ‘ফক্ত মারাঠা’ এবং ‘বক্স সিনেমা’র বিরুদ্ধে এই ধরনের প্রতারনার অভিযোগ উঠেছে । লোকাল চ্যানেল দুটির মালিককে ইতিমধ্যেই গ্রেফতার করেছে পুলিশ । এরপর রিপাবলিকের এডিটর-ইন-চিফ অর্ণব গোস্বামীকে সমন পাঠায় পুলিশ । কোর্ট আপাতত অর্ণববাবুকে অন্তর্বর্তীকালীন ছাড়ের রায় দিয়েছে ।

অন্যদিকে মুম্বইয়ের পুলিশ কমিশনার পরম বীর সিং আয়োজিত এক সংবাদ সম্মেলনের জবাবে রিপাবলিক টিভি বৃহস্পতিবার একটি বিবৃতি জারি করে এই দাবির প্রতিক্রিয়ায় জানায়, মুম্বই পুলিশ কমিশনার মিথ্যা অভিযোগ তুলছেন কারণ তারা সুশান্ত সিং রাজপুত মামলায় পুলিশকে প্রশ্নবিদ্ধ করে । রিপাবলিক টিভি আরও জানিয়েছে যে এর জন্য তারা মুম্বই পুলিশ কমিশনারের বিরুদ্ধে ফৌজদারি মানহানির মামলা করবে ।