স্বপ্নের জোকা মেট্রো, চালু হচ্ছে শীঘ্রই। এম ভারত নিউজ

Mbharatuser

দীর্ঘ প্রতীক্ষার পর পার্পল লাইনের প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যর এই মেট্রো পথ চালু হচ্ছে ।

0 0
Read Time:2 Minute, 23 Second

আগামী তিন মাসের মধ্যে চালু হতে চলেছে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো পরিষেবা। দক্ষিণ ২৪ পরগণাবাসীদের জন্য এটি সুখবর। ১০ই নভেম্বর জোকা-তারাতলা মেট্রো রুটের চূড়ান্ত ইন্সপেকশনে আসেন কমিশনার অফ রেলওয়ে সেফটি বা সিআরএস ও তার টিম। জোকা থেকে তারাতলা পর্যন্ত মোট ৬টি স্টেশন পরিদর্শন করে তারা। চূড়ান্ত পর্যবেক্ষণের পর জোকা-তারাতলা রুটে মেট্রো চলাচলের জন্য মিলল চূড়ান্ত অনুমোদন। রেলওয়ে সেফটি কমিশন থেকেও মিলল নয়া রুটে মেট্রো চলাচলের ছাড়পত্র। বহু দিন ধরে এই প্রকল্পের কাজ চলছিল। দীর্ঘ প্রতীক্ষার পর পার্পল লাইনের প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্যর এই মেট্রো পথ চালু হচ্ছে ।

পার্পল লাইন মেট্রো বা কলকাতা মেট্রো লাইন থ্রি- এর পরিধি দক্ষিণে ডায়মন্ড পার্ক থেকে উত্তরে এসপ্ল্যানেড পর্যন্ত রুট। যার মোট যাত্রাপথের দৈর্ঘ্য ১৫ কিলোমিটার। সেই রুটের মধ্যেই পড়ে জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো। খুব স্বাভাবিকভাবেই এই পথে মেট্রো চলাচল শুরু হলে যাতায়াতের ক্ষেত্রে অনেকখানি সুবিধা হবে বেহালাবাসী এবং অন্যান্য নিত্যযাত্রীদের। মোট ৬টি মেট্রো লাইনে সেজে উঠতে চলেছে তিলোত্তমা। রং অনুযায়ী দেখতে গেলে সেখানে রয়েছে নীল, গোলাপি, হলুদ, সবুজ, কমলা এবং বেগুনি বা পার্পল লাইন। এই সবকটি লাইন একে অপরের সঙ্গে বিভিন্ন পয়েন্টে সংযুক্ত থাকবে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বিতর্কিত জ্ঞানবাপী মামলা এবার কোন পথে ? এম ভারত নিউজ

এই রায়ে খুশি বৈদিক সনাতন সংঘ। তারা বলে, এইটাই আমাদের জয়ের প্রথম ধাপ।

Subscribe US Now

error: Content Protected