‘পুরনো ফ্লপ শো শুরু করেছে কং-সপা’, প্রচারে নেমে খোঁচা মোদির! এম ভারত নিউজ

admin

কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লিগের সঙ্গে তুলনা করার সঙ্গে সঙ্গে….

0 0
Read Time:3 Minute, 6 Second

আসন্ন লোকসভা নির্বাচন। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছে শাসক-বিরোধীদল। আক্রমণ-পাল্টা আক্রমণ রুটিনে পরিণত হয়েছে। এরই মধ্যে লোকসভা ভোটার প্রচারে গোটা দেশ চষে বেড়াচ্ছেন মোদী। শনিবার সাহারানপুরে ছিল মোদির সভা। সেখান থেকে তিনি কংগ্রেস-সপার জোটকে একহাত নেন।

মোদি বলেন, ‘আপনাদের অনেকেরই হয়ত মনে আছে গতবার উত্তরপ্রদেশে দু’টি ছেলে একটি ছবি রিলিজ করেছিল। সেই ছবি ফ্লপ হয়েছিল। আবার সেই ফ্লপ ছবিটা নতুন করে রিলিজ করছে।’ উত্তরপ্রদেশে সপা ও কংগ্রেসের জোটকে ঠিক এই ভাষাতেই আক্রমণ করেন বিজেপির তারকা প্রচারক নরেন্দ্র মোদি।

নরেন্দ্র মোদী নির্বাচনী কথা বলবেন আর সেখানে ধর্মের কথা থাকবে না, এমনটা কি হতে পারে? সাহারানপুরে মোদি যে ভাষণ দেন সেখানেও এই বিষয় ছিল। উনি সেখানে ভগবান রামের কথা তুলে ধরেন। রাজনৈতিক মঞ্চে বিরোধী দলগুলিকে সর্বদা মোদী ‘হিন্দু বিরোধী’ প্রমাণ করার চেষ্টা করেন বলেই ধারণা রাজনৈতিক মহলের একাংশের। এদিনও বিরোধীদের একইভাবে আক্রমণ করতে দেখা সেই চেষ্টার কসুর করেননি তিনি।

কংগ্রেসের ইস্তেহারকে মুসলিম লিগের সঙ্গে তুলনা করার সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশে বিজেপি বিরোধী দলগুলিকে হিন্দু বিরোধী বলেও কটাক্ষ করেন তিনি। এদিন সাহারানপুর এবং কাইরানার প্রার্থীর হয়ে প্রচারে গিয়েছিলেন নরেন্দ্র মোদি। এই দুই কেন্দ্রেই ভোটে নির্ণায়ক ভূমিকা রাখতে পারে মুসলিমরা। সে কারণেই কংগ্রেসের ইস্তেহারকে মুসলিমের ইস্তেহার বলে খোঁচা দিয়েছেন তিনি। মোদি বলেন, ‘তিনি যে প্রকল্প বানিয়েছেন তার সুফল ভোগ করেন সকলেই। সেই সুবিধা পাচ্ছেন তামাম দেশবাসী। মোদির দাবি তিনি মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বলেন না। তিনি কাজে করে দেখান।’ কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে মোদী বলেন, ‘বিজেপি মিশনের জন্য কাজ করে আর কংগ্রেস কাজ করে কমিশনের জন্য।’

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নীতেশ তিওয়ারির 'রামায়ণ ট্রিলজি': কাস্ট-তালিকার উন্মোচন! এম ভারত নিউজ

গত বছর 'আদিপুরুষ' ঝড়ের মাঝেই রণবীর কাপুরের....

Subscribe US Now

error: Content Protected