চিন্তার বলিরেখায় কমল টান।আজও দাম বাড়ল না পেট্রোপণ্যের। পরপর দু’দিন এই অপরিবর্তিত পেট্রোপণ্যের দাম বেশ কিছুটা স্বস্তির স্বাদ এনে দিয়েছে মধ্যবিত্তের জনজীবনে। ক্রুড অয়েল সংস্থাগুলি তরফ থেকে প্রকাশিত তথ্য অনুসারে জানা গেছে, আজ রাজধানীতে পেট্রলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৮৪ পয়সা । আর ডিজেল প্রতি লিটার ৮৯ টাকা ৮৭ পয়সা। রাজধানীর পাশাপাশি দাম বৃদ্ধি হয়নি বাণিজ্য নগরীতেও। সোমবার বাণিজ্য নগরীতে প্রতি লিটারে পেট্রোলের দাম ১০৭ টাকা ৮৩ পয়সা ।আর ডিজেলের দাম ৯৭ টাকা ৪৫ পয়সা। মহানগরীতে আজ পেট্রোলের দাম প্রতি লিটারে ১০২ টাকা ০৮ পয়সা । আর ডিজেল প্রতি লিটারে ৯৩ টাকা ০২ পয়সা।

প্রসঙ্গত উল্লেখ্য আন্তর্জাতিক বাজারে পেট্রোপণ্যের দাম নিম্নগামী হলেও দাম বাড়ছে ভারতের বিভিন্ন প্রান্তের শহর গুলোতে। পরিসংখ্যান বলছে, মে আর জুন মাস মিলিয়ে মোট ৩২ বার বেড়েছিল তেলের দাম। আর সেই রীতি মেনেই জুলাই ঊর্ধ্বগামী ছিল পেট্রোপণ্যের দাম। প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভা নির্বাচন ২০২১ এর পর থেকেই ক্রমাগত বেড়ে চলেছে পেট্রোপণ্যের দাম। একে করোনা আবহ, তার ওপরে পেট্রোপণ্যের দাম বৃদ্ধিতে রীতিমতো নাজেহাল হচ্ছেন সাধারণ মানুষ। ইতিমধ্যেই এই নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন পদ্ধতিতে আন্দোলন করতে দেখা গেছে বহু মানুষকেই। উল্লেখ্য আজ বাদল অধিবেশনে এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে।