Read Time:1 Minute, 9 Second
গোবরের তৈরি চিপ ব্যবহারে নাকি কমতে পারে মোবাইলের রেডিয়েশন। এমনটাই দাবি করলেন রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কথিরিয়ার। বিজ্ঞানসম্মতভাবে এটা প্রমাণিত বলেও তিনি দাবি করেন। তাঁর কথায়, মোবাইল ফোনের তেজস্ক্রিয়তা রয়েছে। ফোনে কথা বলার সময় শরীরে তেজস্ক্রিয়তার ক্ষতিকর প্রভাব পড়ে। কিন্তু, গোবরে প্রস্তুত চিপ ফোনে ব্যবহার করলে, সেই তেজস্ক্রিয়তা শরীরের বিশেষ ক্ষতি করতে পারবে না। ক্ষতিকর প্রভাব রুখে দেবে। তাঁর কথায়, মোবাইল ফোনের তেজস্ক্রিয়তার হাত থেকে সুরক্ষা দিতে পারে এই চিপ। গোবরে তৈরি এই মোবাইল চিপের নাম দেওয়া হয়েছে ‘গৌসত্তা কবচ’। সোমবার নতুন ধরনের এই চিপটির আনুষ্ঠিক উদ্বোধন করেন বল্লভভাই।
