দ্বিতীয় ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলল রাজধানীতে । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 22 Second

দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। জানা যাচ্ছে ইতিমধ্যেই দ্বিতীয় অমিক্রণ আক্রান্তের খোঁজ পাওয়া গেল রাজধানীতে । জিম্বাবুয়ে থেকে রাজধানীতে এসেছেন এই ব্যক্তি। জানা যাচ্ছে তাঁর আগে দক্ষিণ আফ্রিকা সফর করেছেন তিনি। যদিও স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে প্রকাশিত গাইডলাইন মেনেই বিদেশ সফর করেছেন এই ব্যক্তি । সেক্ষেত্রে করোনার দুটি টিকা গ্রহণ করেই বিদেশ সফরে গিয়েছিলেন তিনি। তবে বর্তমান তাঁর শরীরে ওমিক্রণ সংক্রমণ ঘটেছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই দেশে মোট ওমিক্রণে আক্রান্ত হয়েছেন ৩২ জন। তবে চিন্তার ভাঁজ কপালে ফেলেছে সাড়ে তিন বছর বয়সী এক শিশুর করোনা সংক্রমণ। মূলত এত কম বয়সে করোনা সংক্রমণ শিশুদের মধ্যে একধরনের সংক্রমনের প্রভাবকে বৃদ্ধি করতে পারে বলেই মনে করছে স্বাস্থ্য দপ্তর।

প্রসঙ্গত উল্লেখ্য ,ইতিমধ্যে ওমিক্রণ সংক্রমনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় নয়া ঘোষণা করা হয়েছে বিশেষজ্ঞদের তরফে। জানা যাচ্ছে ডেল্টা সংক্রমনের তুলনায় ভয়াবহ সংক্রমণ ঘটাতে পারে এই নয়া ভ্যারিয়েন্ট। যদিও ডেল্টার ধারা বজায় রেখে এখনও পর্যন্ত সর্বোচ্চ সংক্রমণ ঘটেছে মহারাষ্ট্রে। ইতিমধ্যেই ১৪৪ ধারা জারি করা হয়েছে বাণিজ্য নগরীতে। যাচ্ছে আগামী ১১ এবং ১২ ই ডিসেম্বর এই দুইদিন মুম্বাইয়ের জামায়াতের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মুম্বাই সরকারের তরফে ঘোষিত তথ্য জানা গিয়েছে কোনও ব্যক্তি ১৪৪ ধারা না মানলে তাঁর বিরুদ্ধে ১৮৮ ধারায় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

বাতিল হল সেরামের তৃতীয় ডোজের অনুমোদন । এম ভারত নিউজ

ভারতে ক্রমাগত বেড়ে চলেছে করোনা সংক্রমণ। অথচ তৃতীয় ডোজ তৈরির অনুমোদন পেল না সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই কেন্দ্র সরকারের তরফ থেকে সেরাম ইনস্টিটিউটের তৃতীয় ডোজ নির্মাণের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে । করোনাকালীন দ্বিতীয় ঢেউ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এই ইনস্টিটিউট। তবে ওমিক্রণ সংক্রমণ বাড়তে শুরু করলেও তৃতীয় […]

You May Like

Subscribe US Now

error: Content Protected