দু’বছর ধরে বন্ধ দুর্গাপুজো, পেটে টান থিম শিল্পীদের। এম ভারত নিউজ

user
1 0
Read Time:3 Minute, 0 Second

দু’বছর ধরে বন্ধ দুর্গাপুজো, পেটে টান থিম শিল্পীদের। এমনই চিত্র দেখা গেল পূর্ব মেদিনীপুর জেলাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে। সমস্ত থিম শিল্পীরা পথ চেয়ে বসে আছে কোনো পূজা কমিটির উদ্যোক্তাদের দিকে। থিম শিল্পীদের মনে একটাই প্রশ্ন, এবছর কি পূজো হবে? পূজা হলেও কি পূজা উদ্যোক্তারা তাঁদেরকে ডাকবে?প্রায় দু’বছর তুলিতে হাত পড়েনি থিম শিল্পীদের। নিজেদের হাতে তৈরি থিমের জিনিস গুলোতে জন্মছে আগাছা। ২০২০ সালে মহামারী করোনা আবহের জন্য দূর্গাপূজোতে ডাক পড়েনি প্যান্ডেল তৈরির জন্য। এবছরও একই অবস্থা জেলার সর্বত্রই। তাই সমস্যায় পড়েছে থিম শিল্পীরা। পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদলের তাজপুর গ্রামের বাসিন্দা থিম মেকার রঘুনাথ জানা প্রতি বছর পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি পার্শ্ববর্তী বিভিন্ন জেলাতে দূর্গাপূজোর সময় নিজের তৈরি থিমের প্যান্ডেল করতেন। ২০২০ সালে করোনা আবহে জেলাতে একটি মাত্র কম বাজেটের থিমের প্যান্ডেলের কাজ করেছিলেন।

কিন্তু এবছর পুজোর সময়ে তৃতীয় ঢেউ এর প্রভাব থাকবে তাই পূজো কমিটির উদ্যোক্তাদের সঙ্গে কথা হলেও পূজা কমিটির বাজেট কম থাকার জন্য থিম শিল্পীদের দিয়ে কাজ করাতে উৎসুক নয় তাঁরা।এবছরের পূজো জাঁকজমকপূর্ণ ভাবে হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়ে রয়েছেন থিম মেকাররা।এই পেশার সঙ্গে যুক্ত শিল্পীরা এক বছর ধরে অপেক্ষা করে পুজোর সময় থিম তৈরির বায়না হলে দুটো পয়সা রোজগারের আশায়। করোনা আবহে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা তাদের সংসার চালানো দায় হয়ে পড়েছে। বিগ বাজেটের পুজো উদ্যোক্তাদের বক্তব্য সরকার যদি পুজো করার নির্দেশ দেয় তাহলে কিছুটা বাজেট কমিয়ে হলেও থিমের প্যান্ডেল করে পুজো করব। কিন্তু তৃতীয় ঢেউ আসতে চলেছে সে দিকেও লক্ষ্য রাখতে হবে। এখন সরকারি নির্দেশের দিকে তাকিয়ে পূজো উদ্যোক্তা থেকে থিম শিল্পী সকলেই।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনা আবহেই তৈরি হয়ে উঠল আদিবাসীদের জীবন দর্শন, DISCOVER । এম ভারত নিউজ

পুরুলিয়া জেলার এক গ্রামকে নতুন করে আবিষ্কার করেছেন পরিচালক দেবরাজ মাহাতো। তিনি DISCOVER নামে একটি তথ্যচিত্রে ট্রেলার রিলিজ করতেই ব্যপক সাড়া জেলার বিভিন্ন মহলে। ওই তথ্যচিত্রের ট্রেলারে উল্লেখ রয়েছে এই গ্রামে রাজা কালীপ্রসন্ন লাল সিংদেও নির্মিত শিব মন্দির,বহু প্রাচীন জৈন মূর্তি (ঋষভদেব) সহ প্রত্ন নিদর্শন, বীর স্তম্ভ এবং পুরুলিয়ার আদিবাসীদের […]
district_465

You May Like

Subscribe US Now

error: Content Protected