সকাল সকাল ভোট দান কেন্দ্রে পৌঁছে গেছেন সাউথের থালাইভা রজনীকান্ত। ওদিকে রাজনৈতিক দলের সদস্যদের মধ্যে বেশ কয়েকজন পৌঁছে গেলেন নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে। পরিবার নিয়ে ভোট দিলেন এমএনএম প্রধান কমল হাসান, চেন্নাই হাই স্কুল বুথে ভোট দেন তিনি।বিধানসভা নির্বাচন ২০২১, দেশের পাঁচটি রাজ্যে চলছে ভোটগ্রহণ। তামিলনাড়ুতেও চলছে আজ প্রথম এবং শেষ দফার নির্বাচন । হ্যাঁ পশ্চিমবঙ্গ এবং আসামের পাশাপাশি আজ নির্বাচন চলছে বাকি তিনটি রাজ্যেও। সেগুলোতে যদিও আজই প্রথম এবং শেষ দফার নির্বাচন। ভোট গ্রহণ শুরু হয়ে গেছে সকাল থেকেই, ভোটগ্রহণ চলছে তামিলনাড়ু এবং পদুচেরিতে।তামিলনাড়ুতে ২০২১ এর নির্বাচন চলছে ২৩৪টি বিধানসভা আসনে। পাশাপাশি কেন্দ্র শাসিত অঞ্চল পুদুচেরিতে নির্বাচন চলছে ৩০টি আসনে। এরমধ্যে মোট ৫টি আসন সংরক্ষিত তফশিলি জাতির প্রার্থীর জন্য। পুদুচেরিতে আজ ভাগ্য নির্ধারণ ৩২৪জন প্রার্থীদের। সেখানে মোট ভোটার সংখ্যা ১০,০৪,৫০৭।তামিলনাড়ুতে মূলত যে দুটি রাজনৈতিক দলের তরফ থেকে প্রার্থীদের লড়ছেন সেগুলি হল ডিএমকে ও এইডিএমকে।আজই ভাগ্য নির্ধারণ হতে চলেছে এই সমস্ত প্রার্থীর। প্রতিটি এলাকায় কড়া নিরাপত্তা মোতায়েন করা হয়েছে । পাশাপাশি মানা হচ্ছে কোভিডের গাইডলাইন। মেনে চলা হচ্ছে সোশ্যাল ডিসটেন্স সুস্থতার সাথে নির্বাচন সম্পন্ন করতে তৎপর নির্বাচন কমিশন প্রদত্ত কোম্পানি বাহিনী।
ভোট দিলেন সাউথের সুপারস্টার রজনিকান্ত । এম ভারত নিউজ
Read Time:2 Minute, 13 Second