দীর্ঘ দাড়ি বানিয়ে বিশ্ব রেকর্ড শিখ ব্যক্তির। এম ভারত নিউজ

admin

বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি রেকর্ডধারী পুরুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নাম ছিল তাঁরই। এবার সেই নিজের করা রেকর্ডই নতুন করে ভেঙেছেন তিনি।

0 0
Read Time:2 Minute, 45 Second

জীবনে কত কিছু করে মানুষ রেকর্ড গড়তে চান। অন্যরকম কিছু করার নেশা মানুষের চিরকালীন। কেউ গান গেয়ে, কেউ খেয়ে, কেউ নেচে, কেউ ব্যায়াম করে। আরও কতরকমভাবে নজির গড়ছেন মানুষ। সম্প্রতি এমনই এক নজির গড়েছেন এক ব্যক্তি। সাক্ষী থেকেছে সোশ্যাল মিডিয়া। বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি রেখে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নিজের নাম তুলে নিয়েছেন সারওয়ান সিং নামের এক শিখ।

তবে এই ঘটনার মধ্যে সবচেয়ে চাঞ্চল্যকর দিকটি হল, ক্রিকেট ফুটবলে যেমন নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়ার ঘটনা শোনা যায়, এক্ষেত্রেও ঘটেছে ঠিক তাই। সারওয়ান সিং নামের ওই ভদ্রলোকের সঙ্গে প্রতিযোগিতায় আশেপাশে আর কেউ ছিল না, তিনি নিজেই ছিলেন নিজের একমাত্র প্রতিদ্বন্দ্বী। এর আগেও বিশ্বের সবচেয়ে লম্বা দাড়ি রেকর্ডধারী পুরুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের পাতায় নাম ছিল তাঁরই। এবার সেই নিজের করা রেকর্ডই নতুন করে ভেঙেছেন তিনি।

২০০৮ সালে প্রথম গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের খেতাব অর্জন করেছিলেন সারওয়ান সিং। সেই সময়ে তাঁর দাড়ি দৈর্ঘ্যে ছিল প্রায় সাত ফুট আট ইঞ্চি সমান লম্বা। তাঁর এই খেতাব তাঁকে একদিকে যেমন গর্বিত করেছিল, পাশাপাশি জেদ আরও বাড়িয়ে দেয়। নিজের জায়গা আরও পাকাপাকি করতে তাই তিনি আরও যত্ন নেওয়া শুরু করেন দাড়ির। পরবর্তীতে ২০১০ সালে পাওয়া তথ্য থেকে জানা যায় তখন তাঁর দাড়ির দৈর্ঘ্য ছিল ৮ ফুট ২.৫ ইঞ্চি সমান। ব্রিটিশ কলাম্বিয়ার সারে থেকে এদেশে আসেন সারওয়ান সিং। বর্তমান রেকর্ডের তথ্য অনুযায়ী তাঁর দাড়ির দৈর্ঘ্য, ৮ ফুট ৩ ইঞ্চি।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

উড়ন্ত বিমান থেকে লাফ! ঝুঁকির খেলায় একঝাঁক ষাটোর্ধ্ব। এম ভারত নিউজ

ইনস্টাগ্রাম পোস্টটিতে বলা হয়েছে, এই স্কাইভাইভাররা দুটি রেকর্ড তৈরি করেছেন

Subscribe US Now

error: Content Protected