পুরুলিয়া জেলার এক গ্রামকে নতুন করে আবিষ্কার করেছেন পরিচালক দেবরাজ মাহাতো। তিনি DISCOVER নামে একটি তথ্যচিত্রে ট্রেলার রিলিজ করতেই ব্যপক সাড়া জেলার বিভিন্ন মহলে। ওই তথ্যচিত্রের ট্রেলারে উল্লেখ রয়েছে এই গ্রামে রাজা কালীপ্রসন্ন লাল সিংদেও নির্মিত শিব মন্দির,বহু প্রাচীন জৈন মূর্তি (ঋষভদেব) সহ প্রত্ন নিদর্শন, বীর স্তম্ভ এবং পুরুলিয়ার আদিবাসীদের জীবন কাহিনী। এছাড়াও রয়েছে প্রকৃতির কোলে লুকিয়ে থাকা পুরুলিয়ার প্রাকৃতিক সৌন্দর্য। এই সমস্ত বিষয় ট্রেলারে তুলে ধরেছেন পরিচালক দেবরাজ মাহাতো । মূল তথ্যচিত্রে এ বিষয়ে বিস্তারিত এবং আরও কিছু বিষয় তুলে ধরা হবে হবে বলে জানা যায়। মূল তথ্যচিত্রটি আগামী ৫ আগস্ট “দি কলকাতা ফিল্মস এন্ড মিউজিক” এর ইউটিউব চ্যানেল রিলিজ হবে।
এই তথ্যচিত্রের মাধ্যমে গ্রামটিকে নতুন করে আবিষ্কার করেছেন পরিচালক দেবরাজ মাহাতো। তাই তিনি এই তথ্যচিত্রের নাম রেখেছেন “ডিস্কোভার – দ্য পাটাতিরি ভিলেজ”। পরিচালক জানান, এই পাটাতিরি গ্রামটি পুরুলিয়া জেলার ১ ব্লকের অন্তর্গত। ইতিমধ্যেই তথ্যচিত্রের ট্রেলার দেখে অনেক গবেষক, সাংবাদিক, পর্যটকরা ওই স্থানে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন । তবে এখন সকলেই চেয়ে আছেন ৫ই আগস্ট মূল তথ্যচিত্রটির মুক্তির দিকে।