সদ্য বিজেপিতে যোগ দেওয়া তৃণমূলের প্রাক্তন নেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ । শনিবার বিজেপির সংবর্ধনা সভায় গিয়ে শুভেন্দু মন্তব্য করেন, ‘২১ বছর ধরে এই পার্টিটা (তৃণমূল) করেছি, এটা ভাবতেই লজ্জা করছে।’ এর পরেই পালটা জবাবে পূর্ব মেদিনীপুরের রামনগরে প্রকাশ্য সভায় জেলা তৃণমূলের অন্যতম কো-অর্ডিনেটর, বিধায়ক অখিল গিরি শুভেন্দুর নাম না করেই কটাক্ষ মন্তব্য করে বলেন, ‘শুধু পরিবহণ দফতরে ৭২৫ কোটি টাকার কেলেঙ্কারির ফাইল সামনে এসেছে।’
এছাড়াও তিনি বলেন, ‘অনেক জায়গায় ফ্ল্যাট কিনেছ। কাঁথিতে চারটে ফ্ল্যাট। কলকাতায় পাঁচটি ফ্ল্যাট। পরপর সব কেলেঙ্কারি বেরোচ্ছে।’ এছাড়াও দলে থাকা কালিন মন্ত্রিত্বের সমস্ত রকম সুবিধা ভোগ করার কথা তুলেও শুভেন্দুকে খোঁটা দেন অখিলবাবু । এমনকি অধিকারী গড় দক্ষিণ কাঁথি থেকে শুভেন্দুকে ভোটে দাঁড়িয়ে জেতার জন্যে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন তিনি । যদিও বিজেপি সমস্ত অভিযোগই মানতে নারাজ । বিজেপির বক্তব্য, ‘শুভেন্দুকে কৌশলে ফাঁসানোর চেষ্টা হচ্ছে।’ বিজেপির কথায়- এতদিন দলে থাকা কালীন এই দুর্নীতির কথা সামনে আসেনি, দল থেকে বেরিয়ে আসতেই শুভেন্দুবাবুকে ফাঁসানোর চেষ্টা করছে দল । এখন দেখার এই অভিযোগের জন্য কি জবাব দেন শুভেন্দুবাবু ।