Read Time:1 Minute, 11 Second
জোড়া কৃষি বিল পাশ হওয়া কে কেন্দ্র করে রাজ্যসভায় বিক্ষোভ-বিতর্ক হয় চুড়ান্ত । ওয়েলে নেমে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ সিংয়ের কাছ থেকে রাজ্যসভার রুল বুক ছেঁড়ার চেষ্টা করেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন । মাইক্রোফোনও কেড়ে নেওয়ার চেষ্টা করা হয় । আরও অনেক সাংসদই ওয়েলে নেমে বিক্ষোভ দেখান। এই কারণে নিয়মবিরুদ্ধ ব্যবহারের জন্য বিরোধি দলের আট সাংসদ ডেরেক ও ব্রায়েন, দোলা সেন, কংগ্রেসের রাজু সাতাভ, রিপুণ বোরা ও সৈয়দ নাজির হুসেইন, সিপিএমের কে কে রাগেশ, এলামারাম করিম এবং আম আদমি পার্টির সঞ্জয় সিংকে এক সপ্তাহের জন্যে সাসপেন্ড করা হয় । অধিবেশনের বাকি দিনগুলিতে তাঁরা আর অংশ নিতে পারবেন না।
