Read Time:1 Minute, 28 Second
আগামী বছরের জুলাই মাসের মধ্যে ২৫ কোটি ভারতবাসীকে ভ্যাকসিন দেওয়া হবে। রবিবার দুপুর ১ টায় সানডে সংবাদ নামে একটি ভিডিও প্রকাশ করে এমনটাই জানালেন খোদ স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। লকডাউনের পর করোনা পরিস্থিতির মধ্যেই প্রাণের ঝুঁকি নিয়ে রাস্তাঘাটে বের হচ্ছেন সাধারণ মানুষ। সেক্ষেত্রে ভ্যাকসিন কবে পাবেন তাঁরা, এ প্রশ্ন ছিল সবারই। এদিন তারই উত্তর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, জুলাই মাসের মধ্যে অন্তত ৪০০ থেকে ৫০০ মিলিয়ন ডোজ ভ্যাকসিন কেন্দ্রের হাতে আসবে। আর একবার ভ্যাকসিন তৈরি হয়ে গেলে তা দ্রুত আমজনতার কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে কেন্দ্রীয় সরকার।

অগস্ট মাসেই মার্কিন সংস্থা Novavax -এর সঙ্গে চুক্তি হয়েছে ভারতের সেরাম ইনস্টিটিউটের। চুক্তি অনুযায়ী এই সংস্থা ১০০ কোটি ডোজ ভ্যাক্সিন তৈরি করবে। সেগুলি ভারত এবং স্বল্প আয়ের দেশগুলিকে দেওয়া হবে।