অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি, দাবি রাজনাথ-এর। এম ভারত নিউজ

Mbharatuser

এরই মাঝে নেতাজির বন্দনা শুনতে পাওয়া গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর গলায়।

0 0
Read Time:2 Minute, 29 Second

ব্রিটিশ শাসনে আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। নেতাজি সুভাষচন্দ্র বসু অবিভক্ত ভারতের প্রথম প্রধানমন্ত্রী এমনটাই দাবি করলেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।

গুমনামি বাবার অন্তর্ধান রহস্য তথা গুমনামি বাবার ডিএনএ-র নির্যাস সেন্ট্রাল ফরেনসিক ল্যাবরেটরি প্রকাশ্যে আনতে অস্বীকার করে। সেই সময় কেন্দ্র জানিয়েছিল, দেশের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তার জন্য এই রিপোর্ট সর্বসম্মক্ষে আনা হচ্ছে না। এর পরই দেশ জুড়ে তৈরি হয়েছিল বিতর্ক। এরই মাঝে নেতাজির বন্দনা শুনতে পাওয়া গেল প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-এর গলায়।

রাজনাথ সিং বলেন ” একটা সময় ইচ্ছাকৃতভাবে নেতাজি সুভাষচন্দ্র বসুর দেশের প্রতি অবদানকে অস্বীকার করা হয়েছে। তিনিই আজাদ হিন্দ ফৌজ তৈরি করে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। ২০১৪ সালে নরেন্দ্র মোদি দেশের প্রধানমন্ত্রীর মসনদে বসার পরই নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর নিজস্ব প্রাপ্য সম্মান দেওয়া হয়েছে”। তিনি আরো বলেন তিনি দেশের প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার পরই নেতাজির পরিবারের সাথে তিনি দেখা করেছিলেন। নেতাজির বিষয়ে যে সকল তথ্য এতদিন গোপন করা হয়েছিল সেগুলো তাঁরা মানুষের সামনে এনেছেন। তিনি এও বলেন অনেকেই নেতাজিকে আজাদ হিন্দ ফৌজ তৈরি করার জন্য জানলেও অনেকেই জানেনা নেতাজি সুভাষচন্দ্র বসুই হলেন অবিভক্ত ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী। এই কথা বলে তিনি নাম না করে কংগ্রেসকে কটাক্ষ করেছেন তা একপ্রকার স্পষ্ট।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ICC-র গুরুত্বপূর্ণ পদে অমিতপুত্র জয়। এম ভারত নিউজ

জয় শাহকে আইসিসির ফিনান্স এবং কমার্শিয়াল কমিটির প্রধান হিসেবে নির্বাচিত করেন।

You May Like

Subscribe US Now

error: Content Protected