দুপুর একটা পর্যন্ত আসামে ভোট পড়েছে ৩৭.০৬% । এম ভারত নিউজ

user
0 0
Read Time:1 Minute, 57 Second

পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আসাম বিধানসভা নির্বাচন ২০২১-এর প্রথম দিনে প্রথম দফা নির্বাচন শুরু হয়ে গিয়েছে সকাল সাতটা থেকে । ইতিমধ্যেই ভোট কর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী সকলেই ব্যস্ত। সকাল ৯ টা পর্যন্ত আসামে মোট ভোট পড়েছিল ৮.৮৪ শতাংশ । প্রথম পর্যায়ে আজ রাজ্যের ৪৭ টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ১১ টা পর্যন্ত আসামে ভোট পড়েছে ২৪.২৮ শতাংশ, ইতিমধ্যেই বেলা ১টা পর্যন্ত আসামে ভোট পড়ল ৩৭.০৬ শতাংশ।

সাধারণ মানুষের পাশাপাশি অসম কংগ্রেসের সভাপতি রিপুন বোরা ভোট দিয়েছেন ভোটদান কেন্দ্রে গিয়ে। পাশাপাশি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কংগ্রেস নেতা রকিবুল হুসেন । আজ সকালেই ডিব্রুগড়ে গিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সেখানেই বোগা বাবা মাজারে প্রার্থনার পরে আসামের ডিব্রুগড়ে ভোট দিয়েছেন তিনি । তিনি বলেন, “আমি সবার শান্তির এবং ভারতীয় জনতা পার্টির বিজয়ের প্রার্থনা করেছি।” কংগ্রেস নেতা গৌরব গোগোই জোড়াহাটে ভোট দিলেন। কোভিডবিধি মেনে পোলিং বুথে চলছে তাপমাত্রা পরীক্ষা। সামাজিক দূরত্ব মেনেই ভোটারদের দাড় করানো হয়েছে লাইনে ।এছাড়া মাস্ক,স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস রাখা হয়েছে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

তৃণমূলের পোলিং এজেন্টকে বসতে না দেওয়ার অভিযোগ রায়পুরে । এম ভারত নিউজ

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া : এবার বাঁকুড়া রায়পুর বিধানসভা কেন্দ্রের ২১৯ নম্বর বুথে ইভিএম মেশিন বিকল হয়ে যাওয়ার অভিযোগ উঠল। মেশিন বিকল হয়ে যাওয়ায় লম্বা লাইন পড়ে যায় ভোট দেওয়ার জন্য। এর ফলে ভোটাররা অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন। দু’ঘণ্টা ভোটগ্রহণপর্ব বন্ধ থাকায় বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত ভোটাররা তাদের নিজ নিজ কর্মক্ষেত্রে […]

Subscribe US Now

error: Content Protected