পশ্চিমবঙ্গের পাশাপাশি আজ আসাম বিধানসভা নির্বাচন ২০২১-এর প্রথম দিনে প্রথম দফা নির্বাচন শুরু হয়ে গিয়েছে সকাল সাতটা থেকে । ইতিমধ্যেই ভোট কর্মী থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী সকলেই ব্যস্ত। সকাল ৯ টা পর্যন্ত আসামে মোট ভোট পড়েছিল ৮.৮৪ শতাংশ । প্রথম পর্যায়ে আজ রাজ্যের ৪৭ টি আসনে ভোটগ্রহণ চলছে। সকাল ১১ টা পর্যন্ত আসামে ভোট পড়েছে ২৪.২৮ শতাংশ, ইতিমধ্যেই বেলা ১টা পর্যন্ত আসামে ভোট পড়ল ৩৭.০৬ শতাংশ।
সাধারণ মানুষের পাশাপাশি অসম কংগ্রেসের সভাপতি রিপুন বোরা ভোট দিয়েছেন ভোটদান কেন্দ্রে গিয়ে। পাশাপাশি ভোটকেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন কংগ্রেস নেতা রকিবুল হুসেন । আজ সকালেই ডিব্রুগড়ে গিয়েছিলেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, সেখানেই বোগা বাবা মাজারে প্রার্থনার পরে আসামের ডিব্রুগড়ে ভোট দিয়েছেন তিনি । তিনি বলেন, “আমি সবার শান্তির এবং ভারতীয় জনতা পার্টির বিজয়ের প্রার্থনা করেছি।” কংগ্রেস নেতা গৌরব গোগোই জোড়াহাটে ভোট দিলেন। কোভিডবিধি মেনে পোলিং বুথে চলছে তাপমাত্রা পরীক্ষা। সামাজিক দূরত্ব মেনেই ভোটারদের দাড় করানো হয়েছে লাইনে ।এছাড়া মাস্ক,স্যানিটাইজার এবং হ্যান্ড গ্লাভস রাখা হয়েছে।