0
0
Read Time:1 Minute, 0 Second
মিরজাপুর ২ এর ‘রবিন’ ওরফে প্রিয়ানশু পাঞ্জুলি। নেটফ্লিক্সে ‘এক্সটড়াকশন’ তাকে দেখা গিয়েছে ভিলেনের চরিত্রে অভিনেতা প্রিয়ানশু পাঞ্জুলি যথেষ্ট জনপ্রিয়তা অরজন করেছিলেন। এরপর ‘মিরজাপুর ২’ এর ‘রবিন’ এর চরিত্রে অভিনয় করে নিজের যে স্বকীয়তার ছাপ তিনি ছেড়েছেন তা প্রশংসনীয়।
বেশ কয়েক বছর ধরেই তিনি অভিনয় জগতে রয়েছেন। আর সেই সুত্রেই পরিচয় তার বর্তমান স্ত্রী বন্দনা জোশির সাথে। তার পরই সম্পর্কে এসেছেন তারা। আর তাদের এই দীর্ঘ দিনের সম্পর্ককে তার অবশেষে স্থায়ীত্ব দেন সাত পাকে বাধা পরে। বিয়ে সাড়লেন হৈচৈ কোলাহল থেকে বহুদূরে দেহরাদুনে।