১১ জানুয়ারি, সোমবারঃ ভিন রাজ্যে বিয়েবাড়িতে নাচার কাজের মিথ্যে আশ্বাস দিয়ে ডায়মন্ড হার্বার থানা এলাকার বাসিন্দা তিন তরুণীকে বিহাররের ইস্ট চম্পারণে নিয়ে যায় সুন্দরবনের এক মহিলা। সেখানে তাদের ঘরবন্দী করে রাখার সাথে চলতে থাকে অমানবিক নির্যাতন। গত পয়লা জানুয়ারি এক তরুণী তার পরিবারে লুকিয়ে ফোন করে তাদের অবস্থার কথা জানালে পরিবারের তরফ থেকে ডায়মন্ড হার্বার থানায় অভিযোগ দায়ের হয়।
ডায়মন্ড হার্বার মহিলা থানার ভারপ্রাপ্ত পুলিশ ৬ জনের একটি টিম তৈরি করে ৭ জানুয়ারি আটক করা তরুণীদের ফোনের লোকেশান ট্র্যাক করে বিহারের ইস্ট চম্পারণে পৌঁছায়। সেখানের কুন্দওয়ার চেইনপুরের এক তালাবন্ধ ঘর থেকে উদ্ধার করে সেই ৩ তরুণী সহ আরও ৩ তরুণীকে।
নির্যাতিতাদের দাবি তাদের নাচের কাজের টোপ দিয়ে বিহারে চম্পারণে নিয়ে যায় সুন্দরবনের মহিলাটি। অগ্রিম ২০০০ টাকা দিয়েছিল এবং বাকিটা কাজ শেষের পরে দেওয়ার কথা ছিল। কিন্তু সেখানে নিয়ে গিয়ে তিনমাস ধরে আটকে রেখে অত্যাচার চালাতে থাকে। তবে ধরা পড়েনি পাচারচক্রে জড়িত সেই মহিলা ও অন্যান্য ব্যক্তিরা। তদন্ত চলছে পুলিশের পক্ষ থেকে।