সকাল ৯ টা অবধি কোথায় কত ভোট পড়ল, দেখে নিন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 45 Second

বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোট শুরু হয়ে গেছে সকাল থেকেই, ৪ জেলায় চলছে ভোট গ্রহণ। ভোটগ্রহণ চলছে মোট ৪৩টি আসনে। আজ ভোট গ্রহণ চলছে উত্তর ২৪ পরগনায় ১৭টি আসনে, নদিয়ায় ৯টি আসনে, পূর্ব বর্ধমানের ৮টি আসনে ও উত্তর দিনাজপুরের ৯টি আসনে ভোট। সকাল ৯ টা পর্যন্ত রাজ্যের ৪ জেলার ৪৩ আসনে ১৭.১৯ শতাংশ ভোট পড়েছে। ভোটগ্রহণের দিক থেকে এগিয়ে আছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানে সকাল ৯টা পর্যন্ত মোট ভোট পড়েছে ১৮.৯৩ শতাংশ। সকাল ৯ টা পর্যন্ত ভোট গ্রহণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর দিনাজপুর ,এখনও পর্যন্ত উত্তর দিনাজপুরে ভোট পড়েছে ১৮.৮৪ শতাংশ, ওদিকে ভোটগ্রহণের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে নদীয়া । নদীয়ায় এখনও পর্যন্ত ভোট পড়েছে ১৮.২০ শতাংশ, এবং উত্তর ২৪ পরগনায় ১৪.৮২ শতাংশ ও ভোট পড়েছে। আজ একই সঙ্গে বহু হেভিওয়েট প্রার্থীদের ভাগ্য নির্ধারণের সময় নির্ধারিত হয়েছে। শীতলকুচির ঘটনার পর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। সেই সম্ভাবনায় আগে থেকেই প্রত্যেকটি কেন্দ্রে মোতায়েন রয়েছে কড়া নিরাপত্তা বাহিনী, মোট ৭৭৯ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ষষ্ঠ দফা নির্বাচন উপলক্ষে। পাশাপাশি প্রত্যেকটি কেন্দ্রে ১০০ মিটার অঞ্চলের মধ্যে উপস্থিত রয়েছে রাজ্য পুলিশ। সকাল সাতটা থেকে শুরু হয়েছে ভোটগ্রহণ । প্রত্যেকটি কেন্দ্রে সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তৃণমূল কংগ্রেস, বিজেপি বা সংযুক্ত মোর্চা – কোনও পক্ষের কাছেই আজকের লড়াইটা খুব একটা সোজা হবে না। শিল্পাঞ্চল, হিংসার পরিবেশ, মতুয়া- রাজবংশী- সংখ্যালঘু ভোটের মতো বিভিন্ন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিপুল পরিমাণে ভোট গ্রহণের অনুরোধ জানিয়েছেন সমস্ত হেভিওয়েট নেতা নেত্রীরা।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

করোনায় প্রয়াত সীতারাম ইয়েচুরির বড় ছেলে । এম ভারত নিউজ

দেশজুড়ে করোনা সংক্রমণের জেরে মৃত্যুর লাশ বইছে । সাধারণ মানুষ থেকে শুরু করে চেনা মুখ অনেকেরই প্রাণ যাচ্ছে করোনাতে । এবার কোভিড আক্রান্ত হয়ে প্রয়াত সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরির বড় ছেলে। টানা দু’সপ্তাহ ধরে চিকিৎসা চলার পর মাত্র ৩৪ বছর বয়সি আশিষ আজ ভোর সাড়ে ৫টা নাগাদ ‘মেদান্ত’ হাসপাতালে […]

Subscribe US Now

error: Content Protected