২১ বছর পর মিস ইউনিভার্সের মঞ্চে কামব্যাক ভারতের । এম ভারত নিউজ

Mbharatuser
0 0
Read Time:2 Minute, 27 Second

২১ বছর বাদে মিস ইউনিভার্সের মঞ্চে দুর্দান্ত কামব্যাক ভারতের। জানা যাচ্ছে ইতিমধ্যেই মিস ইউনিভার্সের খেতাব জিতলেন পাঞ্জাবের হরনাজ সান্ধু। জানা যাচ্ছে এর আগে ২১ বছর আগে মিস ইউনিভার্সের খেতাব জয় করেছিলেন লারা দত্ত নামক এক ভারতীয় তনয়া। আজ আবার পাঞ্জাবের এই তনায়ার অনবদ্য এই সাফল্যে খুশি দেশবাসী। তাঁর সম্পূর্ণ নাম হরনাজ কৌর সান্ধু। জানা যাচ্ছে চান্ডিগরে বসবাস করেন তিনি । প্রসঙ্গত উল্লেখ্য ইজরায়েলের অনুষ্ঠিত হয়েছিল এই মিস ইউনিভার্স প্রতিযোগিতা। এর আগে ১৯৯৪ সালে প্রথমবারের জন্য মিস ইউনিভার্স ছিলেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ অভিনেত্রী সুস্মিতা সেন। আর তারপরই ২০০০ সালের মিস ইউনিভার্সের খেতাব জিততে দেখা যায় লারা দত্তকে। তার দীর্ঘদিনের গ্যাপ সম্পন্ন করে আবারও খেতাব জিতলেন ভারতীয় কন্যা হরনাথ সান্ধু।

উল্লেখ্য গত কালের মিস ইউনিভার্সের মঞ্চে ২১ বছরের এই পাঞ্জাবি কন্যা মূল দুই প্রতিপক্ষ হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ আফ্রিকার লালেলা মাওয়ানে এবং প্যারাগুয়ের নাদিয়া ফেরেরা। অবশেষে সকলকে পিছনে ফেলে মিস ইউনিভার্সের খেতাব জিততে দেখা গেল এই ভারতীয় তনয়াকে। জানা যায় তাঁর মাথায় মুকুট পরিধান করিয়েছেন মেক্সিকোর অ্যান্ড্রিয়া মেজা। ২০২০ সালে এই খেতাব জিতেছিলেন অ্যান্ড্রিয়া। ১৭ বছর বয়স থেকেই নিজের মডেলিংয়ে ক্যারিয়ার শুরু করেন হরনাজ সান্ধু। এর আগেও ফেমিনা মিস ইন্ডিয়া ২০১৯ ,মিস ডিভা ২০২১ এর মত বেশ কয়েকটি বিশেষ খেতাব জিততে দেখা গিয়েছিল তাঁকে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

সকাল সকাল শীতল দিনের ছোঁয়া পেল মহানগরবাসী । এম ভারত নিউজ

সকাল সকাল শীতের দিনে ছোঁয়া পেল মহানগরী। সপ্তাহের শুরুতেই মরসুমের শীতলতম দিন উপহার শহরবাসীকে।

You May Like

Subscribe US Now

error: Content Protected