তথাগতকে পাল্টা আক্রমণ, শিরোনামে দিলীপ। এম ভারত নিউজ

admin
0 0
Read Time:2 Minute, 49 Second

বিতর্কের জেরে ফের খবরের শিরোনামে দিলীপ ঘোষ। এবার বিজেপি নেতা তথাগত রায়ের টুইট আক্রমণের পাল্টা দিতে গিয়ে রামকৃষ্ণদেব ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রসঙ্গে ফের বিতর্কিত মন্তব্য করে বসলেন মেদিনীপুরের সাংসদ। এদিন দিলীপ ঘোষ দাবি করেন, “রামকৃষ্ণ তো সবচেয়ে বড় অশিক্ষিত।” বিধানসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পরেই প্রকাশ্যে দলের বিরুদ্ধে বিরূপ মন্তব্য করেই চলেছেন বিজেপি নেতা তথাগত রায়। রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। তথাগতর পাল্টা জবাবও দিয়েছেন দিলীপ। লাগাতার আক্রমণ পালটা আক্রমণ চলেই আসছে এ যাবৎ। এরই মধ্যে দিলীপ ঘোষকে অশিক্ষিত বলে কটাক্ষও করেছিলেন তথাগত রায়। রবিবার দিল্লি থেকে সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন দিলীপ।

অশিক্ষিত মন্তব্যের পাল্টা উত্তর দিতে গিয়ে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ বলেন, “কে কটা বই পড়েছে, কটা ডিগ্রি আছে, এটা এ দেশে কেউ ভাবেনি। বইয়ের হিসেবে দেখলে তো সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণদেব। অথচ সবার বাড়িতে তাঁর বই রয়েছে।” রবীন্দ্রনাথ প্রসঙ্গে তাঁর দাবি, “রবীন্দ্রনাথও খুব বেশিদূর লেখাপড়া করেননি, অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন মাত্র।” আর এই মন্তব্যের জেরেই বিতর্কে জড়িয়েছেন দিলীপ। এরপরেই মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের তীব্র নিন্দাই সরব হয়েছে তৃণমূল শিবির। কটাক্ষের সুরে কেউ কেউ মন্তব্য করেছেন, সত্যিই দিলীপ ঘোষ অশিক্ষিত। আর সেই কারণেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে রাজ্য বিজেপির সভাপতি পদ থেকে। যদিও এসব মন্তব্যে গুরুত্ব দিতে নারাজ দিলীপ। প্রসঙ্গত উল্লেখ্য, আক্রমণ আর তার পাল্টা আক্রমণের জেরে তথাগত-দিলীপের সম্পর্ক কার্যত তলানিতে এসে ঠেকেছে। সম্প্রতি তথাগত রায়কে দল ছেড়ে দেওয়ার কথাও বলেন দিলীপ।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

নিম্নচাপের মধ্যেই রাজ্যে নামছে পারদ । এম ভারত নিউজ

রাজ্যে ইতিমধ্যেই উত্তুরে হাওয়ার দাপট শুরু হয়েছে । জাঁকিয়ে শীত না পড়লেও হালকা হিমের পরশ গায়ে এসে লাগছে রাত বাড়ার সাথে সাথেই । ভোরের দিকেও বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। কিন্তু বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলেই মুছে যাচ্ছে শীতের আমেজ । আর এবার শীতের শুরুতেই নিম্নচাপের আশঙ্কা জানাল আলিপুর আবহাওয়া […]

Subscribe US Now

error: Content Protected