0
0
Read Time:1 Minute, 11 Second
আগের থেকে বেশ ভালো আছেন বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার রাতে ঘুমের সময় বাইপ্যাপ সাপোর্ট দেওয়া হলেও, সকালে সেটি খুলে নেওয়া হয়েছে। বর্তমানে এনআরবিএম মাস্ক সাপোর্টে রয়েছেন প্রবীণ অভিনেতা। চিকিৎসকরা জানাচ্ছেন শিল্পীর শরীরে অস্থিরতাও কমেছে। সোডিয়াম-পটাশিয়ামের মাত্রা যথাযথ রয়েছে। সেইসঙ্গে চলছে মিউজিক থেরাপি। নার্ভকে স্টিমুলেট করতে মূলত রবীন্দ্রসঙ্গীত ও পছন্দের গান শোনানো হচ্ছে তাঁকে। এনসেফেলোপ্যাথি নিয়ন্ত্রণ করতে দুটি নতুন ওষুধ চালু করা হয়েছে। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও চালু করা হয়েছে নতুন কোর্স। নতুন ওষুধ কাজ শুরু করলেই ফেলুদা আরও দ্রুত সুস্থ হবেন বলেই মনে করছেন চিকিৎসকরা।