কয়লা-কান্ডে নয়া পদক্ষেপে ইডির । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 32 Second

কয়লা কান্ডে এবার নয়া পদক্ষেপ নিল তদন্তকারী সংস্থা ইডির। জানা যাচ্ছে ইতিমধ্যেই বিখ্যাত এক সংস্থার ৩ কর্মকর্তাকে তলব করা হয়েছে এনফর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে। ইডির তরফ থেকে যাদেরকে ডেকে পাঠানো হয়েছে ,তাদের মধ্যে একজন হলেন লিপস অ্যান্ড বাউন্ডস কোম্পানির সিইও সুজয় ভদ্র। কয়লা কাণ্ডের এই ঘটনায় ইতিমধ্যেই জোরদার জেরা শুরু করেছে ইডি। জানা যাচ্ছে আগামী ১৫ সেপ্টেম্বর দিল্লিতে ইডির সদর দফতরে তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ইতিমধ্যেই। তবে ঐদিন দিল্লিতে কেবলমাত্র সুজয় ভদ্রকেই নয়, পাশাপাশি ওই কোম্পানির আরও দুই কর্ণধারকে ডেকে পাঠানো হয়েছে। জানা যাচ্ছে তদন্ত করতে গিয়ে বিভিন্ন ক্ষেত্রে এই কোম্পানির নামের জড়িয়ে থাকার তথ্য উঠে এসেছে, তদন্তকারী সংস্থার হাতে । তাই দ্রুত এই ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ইডির আধিকারিকরা।

প্রসঙ্গত উল্লেখ্য বঙ্গ বিধানসভা নির্বাচন ২০২১ এ জয়লাভের পর ক্ষমতায় এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই রাজ্যের বিভিন্ন মামলা পুনরায় তদন্ত হয়েছে। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের তদারকিতেই বেশকিছু মামলার তদন্ত চলছে । প্রসঙ্গত উল্লেখ্য এখনও পর্যন্ত এই সংস্থার তরফে কোনও বিশেষ বক্তব্য জানানো হয়নি। গত কিছুদিন আগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডেকে পাঠানো হয়েছিল এই তদন্তকারী সংস্থার তরফে। এমনকি আগামী দিনে আরও একবার তলব করা হয়েছে তাঁকে । জানা যাচ্ছে আগামী ২৬ শে সেপ্টেম্বর কয়লা কাণ্ডে ফের ইডির দপ্তরে হাজিরা দিতে পারেন অভিষেক বন্দোপাধ্যায়।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

মা উড়ালপুলের সঙ্গে সম্পর্ক নেই যোগীর, ক্ষমা চাইলো মিডিয়া । এম ভারত নিউজ

রবিবাসরীয় সকাল বেশ জমে উঠেছিলো উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে নিয়ে। উল্লেখ্য সংবাদ পত্রে একটি ছবিতে যোগীর সামনেই জ্বলজ্বল করছে মা উড়ালপুলের ছবি। নিজের রাজ্যের উন্নয়নের ছবি তুলে ধরতে মমতার উন্নয়নকে কাজে লাগানোয় যোগী সরকার বিদ্রুপের পাত্র হয়। কিন্তু সব জল্পনায় জল ঢেলে আজ সেই বিশিষ্ট পত্রিকার জানায়, এটি প্রিন্টিং […]

Subscribe US Now

error: Content Protected