আন্তর্জাতিক স্তরে নয়া সাফল্য বাঙ্গালীর। জুনিয়র উইম্বল্ডনের ফাইনালে খেলতে দেখা যাবে ১৭ বছর বয়সী প্রবাসী বাঙালি সমীর বন্দোপাধ্যায়কে। দুর্ধর্ষ এক মোকাবিলা করে ফাইনালে নিজের জায়গা তৈরি করে নেয় এই প্রবাসী বাঙালি। প্রবাসী বাঙালি হিসেবে প্রথম নয় ! এর আগেও উইম্বল্ডনের এই ম্যাচে সেমিফাইনাল খেলেছিলেন জয়দীপ মুখোপাধ্যায়। তবে শেষ পর্যন্ত ফাইনাল জেতা হয়নি তাঁর। গতকালের সেমিফাইনাল ম্যাচের সমীরের প্রতিপক্ষ হিসেবে ছিলেন ফ্রান্সের সাসা গুয়েমার্ড ওয়েনবার্গ। তাঁদের অভ্যন্তরীণ স্কোরের বিন্যাস ছিল, ৭-৬ (৭-৩), ৪-৬, ৬-২। জানা যাচ্ছে ২০১৪ সালের পর এই প্রথম অল ইংল্যান্ড ক্লাব দেখতে চলেছে ‘অল আমেরিকান বয়েজ ফাইনাল’।
ক্রীড়া বিশেষজ্ঞরা জানিয়েছেন ,গত বেশ কয়েকটি ম্যাচেই শেষ তিন সেট ড্রপ করছেন সমীর। শুধু তাই নয় নির্দিষ্ট সময়ে থেকে কম সময়ের মধ্যেই নিজের গেম শেষ করছেন তিনি। জানা যাচ্ছে গতদিনের এই ম্যাচে সময় তাঁর একটু বেশিই লেগেছে। গত এক বছর ধরে নিজের ক্রীড়াপ্রতিভার জেরে, আইটিএফ জুনিয়র সার্কিটে সে এক অনবদ্য স্থান দখল করেছিল। জানা যাচ্ছে আগত ম্যাচের ফাইনালে তাঁর বিরোধিতা করবেন তাঁর নিজের দেশেরই ভিক্টর লিলভ। সেক্ষেত্রে আজকের এই ম্যাচে চ্যাম্পিয়ন হওয়ার বেশ কিছুটা সম্ভাবনা থেকে যাচ্ছে।