‘যশ’ নিয়ে ভার্চুয়াল বৈঠকে গৃহবন্দি ফিরহাদ । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 27 Second

নারদা মামলায় ধৃত চার হেভিওয়েট নেতা মন্ত্রীর গৃহবন্দী থাকার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। যার ফলে কালই তাঁর চেতলার বাড়িতে ফিরেছেন ফিরহাদ হাকিম। বাড়ি থেকেই সমস্ত প্রশাসনিক কাজ সামলাবেন তিনি। কাল হাইকোর্ট জানায় যে অভিযুক্ত নেতাদের বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে নজরদারি চালানো হবে। সেই মত নজরদারি বসানো হয় ফিরহাদ হাকিমের বাড়ির সামনের। তাঁর বাড়িতে বাইরের কারও ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি রয়েছে বলেই জানা যাচ্ছে। যাতে কোনো সরকারি আধিকারিকের সঙ্গে দেখা না করতে পারেন এই অভিযুক্তরা, তাই এমন ব্যবস্থা বলেই সূত্রের খবর। এদিকে রাজ্যে জারি হয়েছে ঘূর্ণিঝড় যশ নিয়ে সতর্কতা। আজ এই নিয়ে ভার্চুয়াল বৈঠকেও বসবেন ফিরহাদ হাকিম। শুধু যশই নয়, কার্যতই রাজ্যের করোনা পরিস্থিতি একেবারে সামনের সারিতে দাঁড়িয়েই সামলাচ্ছিলেন তিনি। সেই নিয়েও বাকিদের সঙ্গে আজ বৈঠক করবেন তিনি। এই গৃহবন্দিত্ব প্রসঙ্গে ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম জানান “হাতে পেনসিল দিয়েও নিবটা ভেঙে দেওয়া হল। এই পরিস্থিতিতে বাবার সশরীরে ওই সমস্ত জায়গায় উপস্থিত হওয়াটা ভীষণ দরকার ছিল। কিন্তু তা করতে দেওয়া হলনা”। শুক্রবার সন্ধ্যায় প্রেসিডেন্সি জেল থেকে বাড়ি ফেরেন ফিরহাদ হাকিম। তিনি আগেই নির্দেশ দিয়েছিলেন যে কোনো কর্মী সমর্থক যেন ভীড় না করেন জেল বা বাড়ির সামনে। আপাতত নারদা মামলা উচ্চতর বেঞ্চে শুনানির আবেদন করা হয়েছে আদালতে, তাই উচ্চতর বেঞ্চ রায় ঘোষণা করার আগে অবধি গৃহবন্দীই থাকবেন তিনি।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

হাসপাতাল থেকে আজই ছাড়া পাচ্ছেন শোভন-সুব্রত । এম ভারত নিউজ

নারদা মামলায় সোমবার সকালে সিবিআই গ্রেফতার করে ফিরহাদ হাকিম, শোভন চট্টোপাধ্যায়, সুব্রত মুখোপাধ্যায় এবং মদন মিত্রকে। সোমবার গভীর রাতেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন শোভন-মদন এবং সুব্রত। তীব্র শ্বাসকষ্টের সমস্যা ছিল তাঁদের। SSKM হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তাঁরা। হাসপাতাল সূত্রে জানা যায় যে ফুসফুসে কোভিডের গভীর ক্ষত রয়েছে মদনের। […]

Subscribe US Now

error: Content Protected