Read Time:58 Second
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল গোরক্ষপুর-কলকাতা পুজো স্পেশাল ট্রেনের দুটি কামরা। মঙ্গলবার সিলৌত ও সিহো স্টেশনের মাঝামাঝি জায়গায় লাইনচ্যুত হয়ে ট্রেনটি।

যদিও কোনও হতাহতের খবর এখনও পর্যন্ত নেই। জানা গিয়েছে, ট্রেনটি মুজফফরপুর থেকে সমস্তিপুরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা একটি বিকট শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে ট্রেনের চালক সতর্কতা অবলম্বন করে ট্রেনটির গতি কমিয়ে দেন। যার জেরে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। প্রসঙ্গত উৎসবের মরশুমে ৩৯২টি স্পেশাল ট্রেন চালু করেছে রেল। এগুলি 20 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত চলবে।