সন্দেশখালিতে সিবিআই তল্লাশি, উদ্ধার আগ্নেয়াস্ত্র, ঘটনাস্থলে এনএসজি। এম ভারত নিউজ

admin

এনএসজি-র অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত রোবটকেও এদিন সন্দেশখালিতে….

0 0
Read Time:2 Minute, 58 Second

ভোটের মুখে ফের শিরোনামে সন্দেশখালি। শেখ শাহজাহান ‘ঘনিষ্ঠে’র আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার অগণিত আগ্নেয়াস্ত্র। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার সন্দেশখালির আগারহাটির মল্লিকপাড়ায় হানা দেয় সিবিআই। স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁর ভগ্নিপতি আবু তালেব মোল্লার বাড়িতে পৌঁছয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন আত্মীয়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে বোমা, কার্তুজ।

উল্লেখ্য, বিকালেই মাঠে নামে এনএসজি। আসে এনএসজি বম্ব ডিসপোজাল ইউনিট। সন্ধ্যায় সরবেড়িয়া থেকে উদ্ধার হওয়া সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়ে গেল। এনএসজি-র অত্যাধুনিক প্রযুক্তিযুক্ত রোবটকেও এদিন সন্দেশখালিতে ঘোরাঘুরি করতে দেখা যায়। তুলে আনে প্রচুর বিস্ফোরক। সেগুলিই নিষ্ক্রিয় করার কাজ শুরু হয়েছে বলে জানা যাচ্ছে।

এই ঘটনার এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র থাকতে বলে অভিযোগ করেছেন তৃণমূল রাজ্য সম্পাদক কুণাল ঘোষ।

বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার হলেও, সিবিআই এখনো পর্যন্ত নিশ্চত নন কেন বাড়িটিতে অস্ত্র মজুত করা হয়েছিল।তবে যে এলাকায় এত অস্ত্র পাওয়া গেল তা ‘শাহজাহান গড়’ বলেই পরিচিত।

সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার সন্দেশখালিতে ২টি ঠিকানায় তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় সংস্থা সিবিআই। একটি পাকা বাড়ির মেঝে খুড়ে বিভিন্ন মাপের ৭টি রিভলভার পেয়েছে তারা। তার মধ্যে ৩টি রিভলভার ও পিস্তল বিদেশি। এর মধ্যে একটি এমন পিস্তল রয়েছে যেটি পুলিশ ব্যবহার করে। এছাড়া রয়েছে একটি দেশি রিভলভার। বিভিন্ন মাপের প্রায় ৩৫০ কার্তুজ পাওয়া গিয়েছে সেখানে।

আরও পড়ুন

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ভোটের দিন ডুডল বদল, গণতন্ত্রের উৎসব পালন Google-এর! এম ভারত নিউজ

গুগলের দ্বিতীয় ‘ও’ টিকে সরিয়ে তর্জনীতে কালি দেওয়া হাতের....

Subscribe US Now

error: Content Protected