
সৌদি কর্মী লুজাইন আল-হাথলাল একজন অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করতেন। যাকে ২০১৮সালের মে মাসে প্রায় আরো ১২ জন মহিলাসহ গ্রেফতার করা হয়েছিল।
হাথলাল , একজন ৩১ বছর বয়সী মহিলা । যিনি গ্রেপ্তার হয়েছিলেন ,কারণ তিনি এমন একটি সংস্থার হয়ে দীর্ঘ দিন ব্যাপী প্রচার চালাচ্ছিলেন, যারা সৌদি আরবের মহিলাদের গাড়িচালকদের ওপর দীর্ঘ দিন ব্যাপী “ব্যানটি” নিয়ে নবজাগরণ তৈরি করার চেষ্টায় রত ছিলেন।
বৃহস্পতিবার আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের জয়ের পরই ছাড়া পান এই অ্যাক্টিভিস্ট। তার পরিবারের তরফ থেকে একে একে প্রত্যেকেই জো বাইডেন কে ধন্যবাদ জানিয়েছেন। আলিয়া আল-হাথলল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছিলেন, তিনি জো বাইডেনের কাছে কৃতজ্ঞ তার বোনকে মুক্তি পাওয়ার ক্ষেত্রে সাহায্য করবার জন্য।

যদিও পররাষ্ট্র দপ্তর মনে করছেন এই ধরনের কোনো ক্যাম্পেইনের ক্ষেত্রে এত দীর্ঘ মেয়াদী কারাগারে জীবন কাটানোর মত শাস্তি দেওয়া ঠিক নয়। বর্তমানে এই অ্যাক্টিভিস্ট এবং তার পরিবারের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে পাশাপাশি সৌদি আরব ছেড়ে না যাওয়ার জন্য। এবং এও জানানো হয়েছে যে তিনি সম্পূর্ণভাবে মুক্ত নয় তাঁর উপর কড়া নজরদারি চলতেই থাকবে। সমস্ত কিছুর শেষে লিনা বলেন তিনি চান ন্যায্য বিচার হোক ,পাশাপাশি তাঁর পরিবারের ওপর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা থেকে মুক্তি চান তিনি।