Read Time:1 Minute, 11 Second

লোকাল ট্রেনের সঙ্গে তাল মেলাতে বুধবার থেকে মেট্রোর সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিল কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ।প্রাথমিক ভাবে সিদ্ধান্ত হয়েছে, প্রতিদিন মোট ১৯০টি ট্রেন চালানো হবে। সকাল এবং বিকেলে অফিস টাইমে ৭ মিনিট অন্তর মিলবে পরিষেবা। এতদিন দিনে ১৫০টির মতো ট্রেন চালাচ্ছিল মেট্রো। নিউ নর্মালে মেট্রো চড়তে গেলে আগে থেকে ‘স্লট’ বুক করতে হচ্ছে যাত্রীদের। ছাড় রয়েছে শুধুমাত্র বয়স্কদের ক্ষেত্রে। এই সব নিয়ম বুধবার থেকেও বহাল থাকছে। লোকাল ট্রেন পরিষেবা শুরু হলে, তার যাত্রীদের একটা অংশ মেট্রো পরিষেবা চাইবেন। সেই চাহিদা সামাল দিতেই বুধবার থেকে অতিরিক্ত মেট্রো চালানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।