RCEP-তে ভারতের যোগদান না থাকায় কী বলছেন বিশেষজ্ঞরা, দেখুন । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 42 Second

চিন নেতৃত্বাধীন ১৫-দেশের আঞ্চলিক বিস্তৃত অর্থনৈতিক অংশীদারে যোগ দিল না নয়াদিল্লি। রবিবার এই সভার আয়োজন করা হয়। এই চুক্তিতে স্বাক্ষরিত ১৫ টি দেশ চিন, জাপান, দক্ষিণ কোরিয়া, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সহ এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দক্ষিণ-পূর্ব এশীয় জাতিসংঘের (এসিয়ান) ১০ সদস্যের সদস্য পদে আসিন রয়েছে।

আট বছরের আলোচনার পরে স্বাক্ষরিত, আরসিইপি বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক ব্লক তৈরি করেছে, যার লক্ষ্য ছিল সদস্য দেশগুলির অর্থনৈতিক প্রবৃদ্ধি, যা কোভিড-১৯ মহামারীতে ক্ষতিগ্রস্ত দেশগুলির পাশে দাঁড়ানো। সরকারী সংবাদ সংস্থা সিনহুয়া জানিয়েছে, “আরসিইপি চুক্তিতে ২.২ বিলিয়ন মানুষ বা বিশ্বের জনসংখ্যার প্রায় ৩০% লোকের বাজার covers ২$.২ ট্রিলিয়ন ডলার বা বিশ্বজুড়ে জিডিপির প্রায় ৩০% জুড়ে রয়েছে। আর এই চুক্তিকে পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতার এক স্মৃতিচিহ্নই নয়, বরং আরও গুরুত্বপূর্ণ, বহুপাক্ষিকতা ও মুক্ত বাণিজ্যের জয় বলে মনে করা হচ্ছে।

আরসিইপি থেকে বেরিয়ে আসার আগে গত বছর নয়াদিল্লি বলেছিল, উল্লেখযোগ্য অসামান্য বিষয় রয়েছে, যা নিষ্পত্তিহীন। নয়াদিল্লির এই সভায় যোগ না দেওয়ার অন্যতম আশঙ্কা চিনা পণ্যসামগ্রীর বাজার উন্মুক্ত হওয়া। চিনা দক্ষিণ এশিয়ার বিশেষজ্ঞরা ভারতের এই বাণিজ্য ব্লকে যোগ না দেওয়ার জন্য ভারতকে সমালোচনা করে বলেছিল, একটি ভুল সিদ্ধান্ত। যার পাল্টা ভারত যুক্তি দেখিয়ে বলে এই চুক্তিতে চিন যেমন সুবিধাজনক অবস্থান নিয়েছে, তেমনি চিনের সঙ্গে ভারতের ভারসাম্যহীন বাণিজ্য ঘাটতি রয়েছে। স্বাভাবিকভাবেই একটি প্রসঙ্গে ভারত যোগদান করলে অন্য প্রসঙ্গে চিনের সঙ্গে অবস্থান ত্যাগ করতে হবে।

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

পাকিস্তানি মাদ্রাসায় তালিবানি তালিম, অভিযোগ অস্বীকার পাকিস্তানের । এম ভারত নিউজ

পাকিস্তানের পেশোয়ার থেকে ৬০ কিলোমিটার দূরে দারুল উলুম হাক্কানিয়া মাদ্রাসা৷ মাদ্রাসা থেকে পড়া বেশ কয়েকজন ছাত্র পরবর্তীতে তালিবান নেতা হয়েছেন, এখান থেকে পড়ুয়াদের অনেকেই সরাসরি অংশ নিয়েছেন রাশিয়া-আফগান যুদ্ধে৷ অনেকে জিহাদি কর্মকাণ্ডে জড়িত থাকায় প্রতিষ্ঠানটিকে ‘জিহাদ বিশ্ববিদ্যালয়’ নামেই ডাকে। মাদ্রাসাটিতে বর্তমানে প্রায় চার হাজার ছাত্র পড়াশোনা করে৷ মাদ্রাসা থেকেই শিক্ষার্থীদের […]

Subscribe US Now

error: Content Protected