“আমাকেও গ্রেফতার করুন”, পোস্টার কান্ডে সরব রাহুল গান্ধী । এম ভারত নিউজ

user
0 0
Read Time:2 Minute, 35 Second

এবার পোস্টার কান্ডে সরব রাহুল গান্ধী । নিজের ট্যুইটার অ্যাকাউন্টে একই রকম এক ছবি দিয়ে লিখেছেন, “আমাকেও গ্রেফতার করুন।” এমনকি সেই ছবিটি নিজের প্রোফাইল পিকচার হিসেবেও সেট করে ফেলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী । উল্লেখ্য, রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে একটি পোস্টার লাগানো হয় । যাতে লেখা হয়, ‘মোদী জি, আমাদের ছেলেমেয়েদের ভ্যাকসিন বিদেশে কেন পাঠালেন?’ । এর পরেই অন্তত ১৭ জনকে গ্রেফতার করা হয় এবং এফআইআর দায়ের হয় ২১ জনের বিরুদ্ধে । প্রসঙ্গত বলতেই হয় করোনাকালে হারতে তৈরী কোভিশিল্ড ও কোভ্য়াক্সিন টিকা নানান দেশে সাহায্যার্থে পাঠিয়েছিলেন মোদী । যদিও এখন এই সংকটে তা পুরোপুরি বন্ধ, বরং অন্যান্য দেশ থেকে টিকা বানানোর কাঁচামাল থেকে শুরু করে খোদ টিকা এওং টিকার ফর্মুলা পর্যন্ত আসছে এ দেশে ।

এই পোস্টার কান্ডে গ্রেফতারির ঘটনাতেই এবার বাকস্বাধীনতার প্রসঙ্গ টেনে এনে সরব হলেন রাহুল গান্ধী থেকে শুরু করে পি চিদম্বরম, অভিষেক সিঙ্ঘভি প্রমুখ । রাহুল যেমন মোদীকে কটাক্ষ করা সেই পোস্টারের মত একই রকম একটি ছবি ট্যুইট করেন, তেমনই ট্যুইট করেন চিদম্বরম-অভিষেকও । রাজ্যসভার সাংসদ পি চিদম্বরম লিখেছেন, “উদযাপন করুন, এটাই বাকস্বাধীনতা। শুধু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করলেই বাদ পড়তে হবে। তাই দিল্লি পুলিশ ২৪ জনকে গ্রেফতার করেছে।” অন্যদিকে কংগ্রেস মুখপাত্র অভিষেক সিঙ্ঘভি লিখেছেন, “আমি আঘাতপ্রাপ্ত, পোস্টার দেওয়ার জন্য অটো ড্রাইভার, প্রিন্টার, দিনমজুরকে গ্রেফতার করতে হচ্ছে। এটা অনেকটা উত্তর প্রদেশের বাবার মৃত্যু অভিযোগে জেল হওয়ার মতো।”

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Leave a Reply

Next Post

ফের যোগীরাজ্য, গঙ্গার ধারে উদ্ধার সারি-সারি দেহ । এম ভারত নিউজ

ফের যোগীরাজ্য, প্রয়াগরাজে গঙ্গার ধারে উদ্ধার সারি সারি দেহ । করোনার দ্বিতীয় ঢেউতে নাজেহাল গোটা দেশ । যেমন বাড়ছে আক্রান্তের সংখ্যা তেমনই বাড়ছে মৃতের সংখ্যাও । বলা যেতে পারে এই মুহূর্তে দেশে মৃত্যু মিছিল চলছে । শ্মশানে গিজ-গিজ করছে দেহ কিন্তু পোড়ানোর জায়গা নেই । তা বলে এহেন বিবেচনাহীন হতে […]

You May Like

Subscribe US Now

error: Content Protected